বিমানবন্দরে তাজিক গায়ক আবদু রোজিক আটক

তাজিক গায়ক এবং সোশ্যাল মিডিয়া তারকা আবদু রোজিক দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হয়েছেন। তার ম্যানেজমেন্ট টিম খালিজ টাইমসকে এই খবর নিশ্চিত করেছে। জিওনিউজ-ও এ-সংক্রান্ত সংবাদ প্রকাশ করেছে।
২১ বছর বয়সী এই তারকাকে মন্টিনিগ্রো থেকে আগমনের পর শনিবার ভোর ৫টার দিকে নিরাপত্তা হেফাজতে নেওয়া হয়। কর্তৃপক্ষ তাকে আটকের কারণ প্রকাশ করেনি। কোনো আনুষ্ঠানিক বিবৃতিও দেয়নি।
এক সূত্র খালিজ টাইমসকে বলেছেন, 'আমরা শুধু বলতে পারি, তাকে চুরির অভিযোগে হেফাজতে নেওয়া হয়েছে।' আরও বিস্তারিত কিছু জানাতে তিনি অস্বীকার করেছেন।
রোজিক হরমোনের ঘাটতির কারণে মাত্র তিন ফুটের কিছু বেশি লম্বা। এই অঞ্চলের সবচেয়ে পরিচিত তরুণ সেলিব্রিটিদের একজন তিনি। ইউএই গোল্ডেন ভিসাধারী রোজিক বেশ কয়েক বছর ধরে দুবাইয়ে বসবাস করছেন। তিনি তার সঙ্গীত, ভাইরাল ভিডিও এবং বিগ বস ১৬-এর মতো রিয়েলিটি টিভি শোতে অংশগ্রহণের মাধ্যমে খ্যাতি অর্জন করেছেন।
২০২৪ সালে রোজিক দুবাইয়ের কোকাকোলা এরিনায় তার বক্সিং অভিষেক করেন এবং যুক্তরাজ্যে তার রেস্তোরাঁ ব্র্যান্ড হাবিবি চালু করেন। একই বছরে তার বিরুদ্ধে একটি হসপিটালিটি কোম্পানির সাথে জড়িত হয়ে অর্থপাচারের অভিযোগ ওঠে। ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কর্তৃক সেই ঘটনার তদন্তকালে তিনি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন। যদিও শেষমেশ তাকে সন্দেহভাজনের তালিকা থেকে বাদ দেওয়া হয়।
Comments