ইসরায়েল-যুক্তরাষ্ট্র পরিচালিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের অবসান চায় হামাস

ইসরায়েল-যুক্তরাষ্ট্র পরিচালিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন (GHF) বাতিলের দাবি জানিয়েছে স্বাধীনতাকামী আন্দোলন হামাস।
রোববার (১৩ জুলাই) টেলিগ্রাম চ্যানেলে এক বিবৃতিতে হামাস বলেছে, 'জায়নবাদী-আমেরিকান বাহিনীর সাহায্য বিতরণ কেন্দ্রের কাছে ধারাবাহিক হত্যাকাণ্ড অব্যাহত হয়েছে।'
এতে বলা হয়, আমাদের জনগণের বিরুদ্ধে অবরোধ, ক্ষুধা এবং হত্যাকাণ্ডে গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন অপরাধমূলক ভূমিকার প্রমাণ দিচ্ছে।
'এর জন্য সমগ্র আরব বিশ্ব এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন' বলেও উল্লেখ করেছে হামাস। যাতে এই নির্মম প্রক্রিয়াটি নির্মূল করা যায় এবং এর নির্মাতাদের জবাবদিহিতার জন্য আহ্বান জানানো হয়।
গত ২ মার্চ থেকে ইসরায়েলি ধারাবাহিক গণহত্যা ও অবোরোধের শিকার গাজা উপত্যকায় আন্তর্জাতিক মানবিক সাহায্য আসছে না। ইসরায়েলের সিদ্ধান্তে সমস্ত চেকপয়েন্ট বন্ধ রয়েছে এবং তথাকথিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের মাধ্যমে খাবার বিতরণ করা হচ্ছে।
Comments