১৬ দিনে ৫ লাখ আফগানকে বিতাড়িত করল ইরান: জাতিসংঘ

জাতিসংঘের তথ্য অনুযায়ী, ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক উত্তেজনার পর মাত্র ১৬ দিনে ইরান থেকে ৫ লাখেরও বেশি আফগান নাগরিককে বিতাড়িত করা হয়েছে। এটি চলতি দশকের অন্যতম বড় জোরপূর্বক বাস্তুচ্যুতির ঘটনা। ২৪ জুন থেকে ৯ জুলাই পর্যন্ত ৫ লাখ ৮ হাজার ৪২৬ জন আফগান ইরান ছেড়েছেন। কেবল একদিনেই প্রায় ৫১ হাজার মানুষকে ফেরত পাঠানো হয়।
ইরান মার্চ মাসে অবৈধ অভিবাসীদের বিতাড়নের ঘোষণা দেয়। সাম্প্রতিক অভিযানের গতি বেড়েছে ইসরায়েল-ইরান সংঘাতের পর, যেখানে আফগানদের গুপ্তচরবৃত্তির অভিযোগ করা হয়েছে-যদিও এ সংক্রান্ত প্রমাণ অত্যন্ত অপ্রতুল। সীমান্তে অনাহার, তাপদাহ, পানির সংকট ও আশ্রয়হীন অবস্থায় চরম দুর্ভোগে পড়েন লাখো মানুষ। খবর সিএনএনের।
অনেকেই বছরের পর বছর ইরানে অস্থায়ীভাবে ছিলেন। শত শত অনাথ বা পরিবার বিচ্ছিন্ন শিশুও রয়েছে ফেরত পাঠানোদের মধ্যে। ফিরিয়ে দেয়া আফগান নাগরিকরা বলেছেন, তাদের জেল, নির্যাতন ও ঘুষের শিকার হতে হয়েছে।
একজন বলেন, 'আমার থেকে নগদ অর্থ নেয়ার পরও খাবার বা পানি দেয়া হয়নি। মারধর করা হয়েছে।' জাতিসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট জানান, ইরানে আফগান ও সংখ্যালঘুদের গুপ্তচর আখ্যা দিয়ে ঘৃণা উসকে দেয়া হচ্ছে, যা উদ্বেগজনক। ইরান সরকার অবশ্য বলছে, জাতীয় নিরাপত্তার স্বার্থে অবৈধ নাগরিকদের ফিরে যেতেই হবে।
Comments