নাইজেরিয়ায় বিমান হামলায় ৩০ ‘সন্ত্রাসী’ হত্যা, নিহত পাঁচ কর্মকর্তা

নাইজেরিয়ার যৌথ নিরাপত্তা বাহিনী দেশটির উত্তর-পশ্চিমে কাটসিনা রাজ্যে সমন্বিত 'পাল্টা অভিযান' চালিয়ে কমপক্ষে ৩০ জন 'সন্ত্রাসীকে' হত্যা করেছে। সেই সঙ্গে অভিযানে পাঁজন নিরাপত্তা কর্মকর্তা এবং একজন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১০ জুলাই) রাজ্যের অভ্যন্তরীণ নিরাপত্তা কমিশনার নাসির মুয়া'জু এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, পুলিশ, সামরিক বাহিনী এবং বিমান বাহিনীর সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী গভীর রাতে কাদিসাউ, রাউদামা এবং সাবন লাই সম্প্রদায়ের ওপর হামলা চালানো শত শত 'ডাকাতদের' আক্রমণের জবাব দিয়েছে।
মুয়া'জু এক বিবৃতিতে বলেন, তীব্র সংঘর্ষের পর নিরাপত্তা বাহিনী আক্রমণকারীদের প্রতিহত করে এবং পালানোর চেষ্টা করার সময় সমন্বিত বিমান হামলায় ৩০ জন নিহত হয়।
রয়টার্সের প্রতিবেদন অনুসারে, সাম্প্রতিক বছরগুলোতে ভারী অস্ত্রধারী ব্যক্তিদের দল (যারা স্থানীয়ভাবে ডাকাত নামে পরিচিত) উত্তর-পশ্চিম নাইজেরিয়াজুড়ে তাণ্ডব চালিয়ে যাচ্ছে। তারা হাজার হাজার লোককে অপহরণ করেছে, শত শত লোককে হত্যা করেছে। কিছু এলাকায় সড়কপথে ভ্রমণও অনিরাপদ হয়ে উঠেছে।
Comments