শাহরুখ খানের ‘কিং’ সিনেমার লুক ফাঁস হয়ে গেল!

বাদশা শাহরুখ খানের আসন্ন সিনেমা 'কিং' নিয়ে অনুরাগীদের মধ্যে উত্তেজনার কমতি নেই। ছবিতে তাকে কোন রূপে দেখা যাবে, তা নিয়ে বহু দিন ধরেই কৌতূহলে রয়েছেন অনুরাগীরা। এর মধ্যেই ফাঁস হয়ে গেল সেই ছবিতে শাহরুখের 'লুক'।
এদিকে, 'কিং' ছবির শুটিং করতে গিয়ে কিছুদিন আগে গুরুতর চোট পান শাহরুখ। তার পরেই কাঁধে অস্ত্রোপচার এবং বিশ্রামের কারণে তার নতুন সিনেমার শুটিং বন্ধ রেখেছিলেন। কিন্তু এখনকার সংবাদ হচ্ছে বাদশা আবারও শুটিংয়ে ফিরেছেন। বলিউড হাঙ্গামার প্রতিবেদন অনুসারে, মুম্বাইতে এক শাহরুখ-ভক্তের তোলা ছবিতে তাকে সিনেমার শুটিং সেটে দেখা গেছে। তার নতুন লুক দেখে অনুরাগীরা বেশ উচ্ছ্বসিত। সোশ্যাল মিডিয়ায় তারা বিভিন্ন ধরনের উত্তেজনাপূর্ণ প্রতিক্রিয়া জানাচ্ছেন।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিটি একজন ভক্ত 'কিং' সিনেমার সেট থেকে পেয়েছেন বলে দাবি করা হয়। ছবিটি বৃহস্পতিবার রাতে রেডিটে শেয়ার করা হয়েছিল, ক্যাপশন ছিল, 'SRK spotted on the sets of King'। ছবিতে দেখা যাচ্ছে, মাথা ভর্তি ধূসর চুল। 'স্পাইক' ধাঁচের ছাঁট। সাদা টি-শার্ট এবং কালো চশমা পরে শাহরুখ একটি 'ম্যাকডোনাল্ডাস' রেস্তোরাঁ থেকে বের হচ্ছেন।
দূর থেকে তোলা ছবিতে যদিও স্পষ্ট বোঝা যাচ্ছে না যে, শাহরুখের হাতে স্লিন্গ আছে কি না। তবে চারদিকে ছাতা, লাইট এবং ক্যামেরার সরঞ্জাম দেখা যাচ্ছে।
তাই শাহরুখের এই 'লুক' নিয়ে রয়ে গেছে ধোঁয়াশা। তবে যেটুকু দেখা যাচ্ছে, তাতেই মুগ্ধ শাহরুখ-ভক্তেরা। একজন লেখেন, 'এজিং ইজ হ্যান্ডসাম'! আরেকজন লেখেন, 'উফফফ ভাই! সো হট'। অন্য কমেন্টে লেখা হয়, 'এই লোকটার যত বয়স হচ্ছে তত সেক্সি হচ্ছে। আর অপেক্ষা করতে পারছি না কিং আসার। রাতে আর ঘুম আসবে না'।
হাতে আর্ম স্লিং নিয়েই পুত্র আরিয়ান খানের আসন্ন সিরিজের বিশেষ অনুষ্ঠানে পৌঁছে গিয়েছিলেন শাহরুখ। সেখানে গিয়ে তিনি বলেছিলেন, 'একটু বড় রকমের অস্ত্রোপচারই হয়েছে। সেরে উঠতে এক-দুই মাস সময় লাগবে।'
রসবোধের জন্যও ভক্তদের পছন্দ শাহরুখকে। তাই সেই দিনও রসিকতা করেই বাদশা বলেছিলেন, 'এমনিতে আমি অধিকাংশ কাজ তো এক হাতেই করি। এক হাতেই খাই। এক হাতেই দাঁত মাজি। আবার মাথার পিছনে চুলকালে, এক হাতেই সেটা মিটিয়ে নিই।'
উল্লেখ্য, শাহরুখ খানকে সর্বশেষ দেখা গেছে ২০২৩ সালে, রাজকুমার হিরানী পরিচালিত 'ডাংকি'-তে। ছবিতে তার বিপরীতে ছিলেন তাপসী পান্নু। 'কিং' সিনেমাটি শাহরুখের বড়পর্দায় কামব্যাকের ইঙ্গিত দেয়। এ সিনেমায় তিনি প্রথমবারের জন্য তার মেয়ে সুহানা খানের সঙ্গে কাজ করছেন। ২০২৬ সালে মুক্তি পাবে এই অ্যাকশন থ্রিলারটি।
এতে অভিনয় করছেন জয়দীপ আহলাওয়াত, আরশাদ ওয়ারসি, সৌরভ শুক্লা, জ্যাকি শ্রফ, অভিষেক বচ্চন, অভয় বর্মা এবং রাঘব জুয়াল-রা। এখানেই শেষ নয় সিনেমায় দীপিকা পাড়ুকোন, রানি মুখার্জি এবং অনিল কাপুর ক্যামিও করছেন। প্রথমে এ সিনেমার পরিচালনার দায়িত্বে ছিলেন সুজয় ঘোষ। পরবর্তীতে সেই দায়িত্ব যায় সিদ্ধার্থ আনন্দের হাতে।
Comments