নতুন করে সম্পর্কে জড়ালেন সুতারিয়া

তারা সুতারিয়া আর বীর পাহাড়িয়া এখন বলিউডের আলোচিত জুটি। এবার জল্পনার অবসান ঘটিয়ে প্রেমের ঘোষণা করলেন দুজন। প্রকাশ্যে ভালোবাসা দেখিয়ে অভিনেত্রী যখন 'স্কাই ফোর্স' তারকাকে লিখলেন 'মাইন', তখন থেকেই শুরু হয় গুঞ্জন। এরপর নানা জায়গায় হাত ধরাধরি করে একসঙ্গে ঘুরতে দেখা যায় দু'জনকে, যা আরও স্পষ্ট করে দেয় সম্পর্কের রং।
আর শনিবার, সেই জল্পনায় যেন শিলমোহর দিলেন তারা। একে অপরকে জড়িয়ে ধরে ছবি দিয়ে প্রকাশ্যে সম্পর্কের ঘোষণা দিলেন। জানিয়ে দিলেন তাদের প্রেমের আখ্যান।
গণেশ পুজা উপলক্ষে উজ্জ্বলতায় চারদিক ভরে উঠেছে। বলিউড তারকারাও 'বাপ্পা'র আরাধনায় মগ্ন। এই শুভক্ষণে তারকা জুটি সকলের সঙ্গে ভাগ করে নিলেন একগুচ্ছ ছবি।
সোনালি শাড়ি, সাদা জরির ভারী কারুকাজ, আর ঝলমলে ব্যাকলেস ব্লাউজে তারা সুতারিয়া যেন দীপ্তিময়। খোপায় গুঁজে দেওয়া ফুল, সঙ্গে হীরার নেকলেস—সব মিলিয়ে উৎসবের সাজে তিনি একেবারে নজরকাড়া।
আর বীরকে দেখা গেছে সাদা কুর্তা-পাজামায় একেবারে রাজকীয় রূপে। পায়ে কালো জুতা। আভিজাত্যে ভরা লুক। একসঙ্গে দু'জনকে দেখে মনে হয়েছে উৎসবের আলোয় যেন প্রেমও ঝলমল করছে।
সম্প্রতি শহরে ডেট নাইটে নজর কেড়েছিলেন তারা এবং বীর। তারকা জুটি সেদিন রংমিলান্তি করে পোশাক পরেন, যা আরও বাড়িয়ে দেয় তাদের সম্পর্ক নিয়ে আলোচনার ঝড়। অভিনেত্রীর পরনে ছিল অ্যানিম্যাল প্রিন্টের টপ, সঙ্গে কালো জ্যাকেট এবং শর্টস। আর বীর বেছে নেন কালো টি-শার্ট এবং ট্রাউজার্স।
এর আগে মুম্বাই বিমানবন্দরে একসঙ্গে দেখা গিয়েছিল তারকা জুটিকে। সেদিন গাড়ির দরজা খুলে দিয়ে বীরের সৌজন্যমূলক ব্যবহারই বাড়িয়ে দেয় তাদের সম্পর্ক নিয়ে জল্পনা।
ভক্তরা তখনই ধারণা করেন, দু'জনের মধ্যে ঘনিষ্ঠতা অনেকটাই এগিয়েছে। সম্প্রতি এক ফ্যাশন শোতে র্যাম্পে হাঁটার সময় বীরের উদ্দেশ্যে উড়িয়ে দেওয়া তারার 'ফ্লাইং কিস' সেই আলোচনাকে আরও জোরালো করে তোলে। সেই আলোচনাকেই এবার সত্যি করলেন এই জুটি।
দীর্ঘদিনের প্রেমিক আদর জৈনের সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর থেকেই তারা সুতারিয়া আলোচনায় ছিলেন। তবে এই হৃদয়ভঙ্গ আরও তীব্র হয় যখন জানা যায়, আদর জীবনের নতুন অধ্যায় শুরু করেন তারারই ঘনিষ্ঠ বান্ধবী আলেখা আদবাণীকে বিয়ে করে।
তারা সুতারিয়া-আদরের প্রেম নিয়ে বহুদিন ধরেই বলিউডের অন্দরে গুঞ্জন চলছিল। কাপুর পরিবারের অনুষ্ঠানে প্রায়ই একসঙ্গে দেখা যেত তাদের। সম্পর্কের ঘনিষ্ঠতা এমন পর্যায়ে পৌঁছেছিল যে, তাদের বিয়ে নিয়েও গুঞ্জন ছড়িয়ে পড়ে। কিন্তু ধীরে ধীরে সেই সম্পর্কের ভাঙন শুরু হয়। দু'জনের মধ্যে দূরত্ব বাড়তে থাকে, এবং বিচ্ছেদ ঘটে। আদরের সঙ্গে বিচ্ছেদের পর নাকি মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছিলেন তারা। কিন্তু সেই ধাক্কা সামলেই ফের তার জীবনে নতুন বসন্ত।
Comments