অভিনেত্রী হুমা কুরেশির ভাইকে কুপিয়ে খুন!

সংবাদমাধ্যম ইটিভি ভারত ও টাইমস অফ ইন্দিয়ার প্রতিবেদন থেকে জানা যায়, গভীর রাতে মর্মান্তিক এ ঘটনা ঘটে। ভারতের দিল্লির নিজামুদ্দিন এলাকায় গাড়ি পার্কিং নিয়ে বিবাদের জেরে প্রাণ হারান আসিফ।
পুলিশ বলছে, ওই এলাকার সিসিটিভির ফুটেজ তারা হাতে পেয়েছেন। সিসিটিভি ফুটেজে তারা দেখেন, প্রথমে আসিফ কুরেশি তার গাড়ি থেকে বের হচ্ছেন। তখন গেটের বাইরে ছিল একটি স্কুটার। তাদের রাস্তা ছেড়ে দিতে বলেন আসিফ। এতে স্কুটার আরোহী রেগে যান ৷ এরপরেই আসিফ ও স্কুটার আরোহীর মধ্যে শুরু হয় তর্ক-বিতর্ক ৷
ঘটনার এক পর্যায় আচমকাই ধারালো অস্ত্র দিয়ে আসিফ কুরেশির ওপর আক্রমণ চালায় স্কুটারে বসা দুই আরোহী। বেশ কয়েকবার ধারালো অস্ত্রের কোপ মারা হয় আসিফের শরীরে। তা দেখে আশেপাশের মানুষ ছুটে এলে স্কুটার আরোহী পালিয়ে যান। গুরুতর আহত আসিফকে দ্রুত কাছের হাসপাতালে ভর্তি করা হয় ৷ সেখানে চিকিৎসকরা আসিফকে মৃত ঘোষণা করডিয়া
মর্মান্তিক পরিস্থিতিতে ভেঙে পড়েছে হুমা কুরেশি ও তার পরিবার। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, চাচাতো ভাইয়ের খুনের বিষয়ে এখনও কোনও অফিশিয়াল মন্তব্য করেননি অভিনেত্রী।
Comments