অভিনেত্রী মিষ্টি জান্নাত অসুস্থ

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা মিষ্টি জান্নাত গত ৩০ জুলাই বাবা হারিয়েছেন। বাবার মৃত্যুর খবর সোশ্যাল মিডিয়ায় নিজেই জানিয়েছিলেন তিনি। আর প্রিয় বাবাকে হারানোর রেশ কাটিয়ে উঠার আগেই একদম ভেঙে পড়েছেন তিনি। জানিয়েছেন―খুবই অসুস্থ তিনি। কথা বলার মতোও অবস্থা নেই তার।
রোববার (৩ আগস্ট) সকাল ৮টায় ফেসবুক ভেরিফায়েড পেজে এক স্ট্যাটাসে নিজেই জানিয়েছেন এ খবর। মিষ্টি জান্নাত লিখেছেন, 'আমি খুবই অসুস্থ। ট্রমা কাটাতে পারছি না। সবাই আমার খোঁজ-খবর নিচ্ছেন, আমি কৃতজ্ঞ। কিন্তু আমি কথা বলার মতো অবস্থায় নেই। ক্ষমার চোখে দেখবেন। সুস্থ হয়ে যোগাযোগ করব।'
এর আগে অন্য এক স্ট্যাটাসে তিনি লিখেছেন, 'আজ এতিম আমি। কেউ আর আমাকে আব্বু বলে ডাকবে না। কেউ বলবে না যে, বাবু তুমি কই? আমার সব শক্তি শেষ হয়ে গেছে। বাবাকে দিন-রাত দেখার ব্যস্ততা নেই। নিশ্বাস বন্ধ হয়ে যায় আমার। আমার আর কেউ থাকলে না।'
এ অভিনেত্রী আরও লিখেছেন, 'আব্বু আর আম্মুকে নিয়ে আমার পৃথিবী ছিল। আর এই দিনে যারা যারা পাশে ছিলেন, সবার কথা স্মরণ থাকবে। সব কিছুর বিনিময়ে বাবাকে যদি ফিরে পেতাম।'
প্রসঙ্গত, ২০১৪ সালে 'লাভ স্টেশন' সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় মিষ্টি জান্নাতের। অভিনেত্রী পরিচয়ের পাশাপাশি একজন পেশাদার চিকিৎসক তিনি।
Comments