প্রেমের কারণে রক্ত ঝড়াতে প্রস্তুত আয়ুষ্মান ও রাশমিকা জুটি
রক্তে ভেজা এক ভালোবাসার গল্প নিয়ে এবার পর্দা রাঙাতে আসছেন বলিউডের নতুন এক জুটি; তারা হলেন আয়ুষ্মান খুরানা ও রাশমিকা মান্দানা। নতুন এ জুটির প্রথম সিনেমা হতে যাচ্ছে 'থামা'।
এ জুটির প্রথম সিনেমা বলেই নয় 'থামা' নিয়ে আলোচনার রয়েছে ভিন্ন এক কারন। এটি প্রযোজক দিনেশ ভিজানের প্রতিষ্ঠান ম্যাডক এর -হরর কমেডি ইউনিভার্সের নতুন সংযোজন। এই ইউনিভার্সে পশুর সাথে মানুষের প্রেম, ভূত আর মানুষের প্রেম, রোবট নায়িকার প্রেমে নায়ক; কিন্তু এবার হয়তো দেখা যাবে পশুর প্রেমিকার সাথে ড্রাকুলা নায়কের প্রেম।
ম্যাডক ফিল্মস্ এর আগে মিমি, লুকাছুপি, টিবিএউজিসহ বেশ কিছু ভিন্ন ধর্মী গল্প পর্দায় হাজির করে। বেশিরভাগ সিনেমাই আলোচনায় থাকার পাশাপাশি ব্যবসা সফলও হয়।
এরপর শুরু হয় হরর কমেডি সিরিজ। এ সিরিজের প্রথম সিনেমা 'স্ত্রী' ব্যাপক সাফল্য পায়। আইডিয়াটা আসে তখনই। বলিউডের এ প্রযোজনা প্রতিষ্ঠান হরর কমেডি ঘরানাকে ইউনিভার্স করে ঘোষণা দেন। যার অংশ হিসেবে একে একে দর্শক প্রিয়তা পায় 'ভেড়িয়া, মুনজ্যায়া। এই সিরিজের সবশেষ সংযোজন 'স্ত্রী টু' বলিউডে সবচেয়ে বেশি ব্যাবসা করা এ বছরের সেরা সিনেমার একটি। আর এরই ধারাবাহিকতায় এ হরর কমেডি'র সাথে এবার মেশানো হচ্ছে ভিন্নধর্মী প্রেমের গল্প। যার প্রথম প্রয়াস হতে যাচ্ছে এই 'থামা'। এই সিনেমা দিয়েই হরর কমেডি ইউনিভার্সে প্রথম আসতে চলেছে অনন্য এক প্রেমের গল্প।
এ সিরিজে 'ভেড়িয়া' বরুণের সাথে ড্রাকুলা আয়ুষ্মানের একমহা যুদ্ধেরও আভাষ পাওয়া যাচ্ছে আগেভাগেই। আর এই যুদ্ধের মূল উপকরণ মানুষ রাশমিকার ভালোবাসা পাওয়াকে ঘিরেই হয়তো ঘটতে যাচ্ছে। আর যদি তাই হয় তবে এটি হবে হলিউডের আলোচিত সিনেমা টুয়ালাইট সিরিজের বলিউড আদলে ভারতীয় সংস্করণ।
'থামা'তে আরো অভিনয় করবেন পরেশ রাওয়াল ও নওয়াজ উদ্দিন সিদ্দিকীর মতো তারকারা। এর গল্প লিখেছেন তিনজন চিত্রনাট্যকার; তারা হলেন নিরেন ভাট, সুরেষ ম্যাথু ও আর্জুন ফালারা। অমিতাভের গীতি কবিতায় সিনেমাতে গানগুলো করেছেন শচীন ও জিগার।
'থামা' পরিচালনা করবেন আদিত্য সারপোদ্দার। ঘোষণা অনুযায়ী ২০২৫ সালের দিওয়ালিতে মুক্তি পাবে রক্তে ভেজা এ ভালোবাসার গল্পটি।