৪৯তম (বিশেষ) বিসিএস পরীক্ষার ফল প্রকাশ
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) কর্তৃক গৃহীত ৪৯তম বিসিএস (বিশেষ) এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। রোববার (১৯ অক্টোবর) রাতে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে পিএসসি।
পিএসসির বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ১০ অক্টোবর অনুষ্ঠিত এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষায় মোট ১ হাজার ২১৯ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।
এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের আগামী এক সপ্তাহের মধ্যে মৌখিক পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছে পিএসসি। ফল প্রকাশের প্রায় এক সপ্তাহ পর থেকেই মৌখিক পরীক্ষা শুরু হবে বলে জানা গেছে।
পিএসসির তথ্যানুসারে, এ বিসিএসে মোট ৩ লাখ ১২ হাজারেরও বেশি প্রার্থী আবেদন করেছিলেন। সে হিসেবে প্রতিটি পদের বিপরীতে গড়ে ৪৫৬ জন প্রার্থী প্রতিযোগিতা করেছেন। লিখিত পরীক্ষায় অংশগ্রহণের হার ছিল ৫৬ দশমিক ৪৯ শতাংশ, অর্থাৎ মোট ১ লাখ ৭৬ হাজার ৬৭০ জন প্রার্থী পরীক্ষায় অংশ নেন।
চলতি বছরের ২১ জুলাই ৪৯তম বিসিএস (বিশেষ) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এই বিশেষ বিসিএসের মাধ্যমে সাধারণ শিক্ষা ক্যাডারে ৬৮৩টি পদে কর্মকর্তা নিয়োগ দেয়া হবে।
Comments