নন-লাইফে এজেন্ট কমিশন বাতিলে আইডিআরএর নীতিগত সিদ্ধান্ত
নন-লাইফ বীমা খাতে এজেন্ট কমিশন বাতিলের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ)-এর আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার (২৫ নভেম্বর) আইডিআরএ কার্যালয়ে অনুষ্ঠিত এক আলোচনা সভায় বিষয়টি চূড়ান্ত করা হয়। সভায় সভাপতিত্ব করেন আইডিআরএ চেয়ারম্যান ড. এম আসলাম আলম।
সভায় বিআইএ–এর সভাপতি সাঈদ আহমেদ, নন-লাইফ বীমা কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তাসহ আইডিআরএর সদস্য এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আইডিআরএ জানায়, নন-লাইফ বীমা বাজারে স্বচ্ছতা বৃদ্ধি, অনিয়ম হ্রাস এবং খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যেই এজেন্ট কমিশন বাতিলের উদ্যোগ নেওয়া হয়েছে। আলোচনায় অংশ নেওয়া বিভিন্ন বীমা কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তারা এজেন্ট কমিশন ছাড়া ব্যবসা পরিচালনার আশ্বাস দেন।
সিদ্ধান্ত অনুযায়ী, নন-লাইফ বীমা খাতে এজেন্ট কমিশন বন্ধের নির্দেশনা ও বাস্তবায়নপ্রক্রিয়া নির্ধারণ করে আইডিআরএ প্রজ্ঞাপন জারি করবে। আগামী জানুয়ারি থেকে সিদ্ধান্তটি কার্যকর হওয়ার কথা রয়েছে।
Comments