নগদের বিনিয়োগকারী খুঁজতে বিজ্ঞপ্তি দেওয়া হবে: গভর্নর

নগদকে বেসরকারিকরণের অংশ হিসেবে নতুন বিনিয়োগ নেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। এ লক্ষ্যে বিনিয়োগকারী খুঁজতে আগামী কয়েক দিনের মধ্যেই বিজ্ঞপ্তি দেওয়া হবে বলে উল্লেখ করেন তিনি।
আজ বুধবার (২৭ আগস্ট) রাজধানীর পান প্যাসিফিক হোটেলে আয়োজিত 'ক্যাশলেস বাংলাদেশ সামিট ২০২৫'-এর প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানটির মূল প্রতিপাদ্য ছিল 'দ্য ইন্টারসেকশন অব ফাইন্যান্স অ্যান্ড টেকনোলজি'।
গভর্নর বলেন, "নগদ পরিচালনার সক্ষমতা ডাক বিভাগের নেই। আমরা চাই টেকনোলজি কোম্পানিগুলো নগদে বিনিয়োগ করতে এগিয়ে আসুক। আশা করছি, আগামী ৩-৪ মাসের মধ্যে নতুন বিনিয়োগকারী পাওয়া যাবে।"
ক্যাশ ব্যবহারের বাড়তি চাপ প্রসঙ্গে তিনি বলেন, "প্রতি বছর নগদ টাকা ছাপানোর খরচ ১০ শতাংশ বা প্রায় ২,০০০ কোটি টাকা করে বাড়ছে। খরচ যদি এভাবে বাড়তেই থাকে, তাহলে আর ডিজিটাল অর্থনীতি কোথায় রইল!"
দ্য ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) ও মাস্টারকার্ডের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ সামিটে ব্যাংক ও ফিনটেক খাতের প্রতিনিধিসহ নীতিনির্ধারকরা অংশ নেন। তারা ক্যাশলেস অর্থনীতি গঠনের সম্ভাবনা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ রোডম্যাপ নিয়ে আলোচনা করেন।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শিশ হায়দার চৌধুরী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন। অনুষ্ঠানের প্রথম সেশনে নীতিনির্ধারণী বক্তব্য দেন পলিসি এক্সচেঞ্জের চেয়ারম্যান ও সিইও ড. মাসরুর রিয়াজ।
তিনি বলেন, "ডিজিটাল রূপান্তরে চীন, ভারত ও সুইডেনের অভিজ্ঞতা থেকে বাংলাদেশ শিক্ষা নিতে পারে। পাশাপাশি সরকার ও নিয়ন্ত্রক সংস্থাগুলোকে পাইকারি ও করপোরেট পেমেন্টে সুযোগ তৈরি, উদ্ভাবনকে উৎসাহিত এবং অবকাঠামোতে বিনিয়োগের মাধ্যমে ডিজিটাল লেনদেন ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে হবে।"
অধিবেশনটি সঞ্চালনা করেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সিসিও জিসান হক।
আলোচনায় অংশ নেন বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস বিভাগের পরিচালক মো. শরাফাত উল্লাহ খান, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ মাহবুবুর রহমান, বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার আলী আহমেদ, মাস্টারকার্ডের পরিচালক জাকিয়া সুলতানা এবং শেবা প্ল্যাটফর্মের চেয়ারম্যান ও গ্রুপ সিইও আদনান ইমতিয়াজ হালিম।
Comments