ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহর পদত্যাগ

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (১৭ জুলাই) ব্যাংকের পরিচালনা পর্ষদের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন। এর আগে, চলতি মাসের ৩ তারিখে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. কবির আহম্মদ তাকে তলব করে পদত্যাগ করতে বলেন।
উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর ২২ আগস্ট ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে বাংলাদেশ ব্যাংক। নতুন পর্ষদে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয় রাষ্ট্রায়ত্ত সোনালী ও রূপালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ওবায়েদ উল্লাহ আল মাসুদকে। এ নিয়োগের পেছনে কেন্দ্রীয় ব্যাংকের একজন ডেপুটি গভর্নরের সুপারিশ ছিল বলে জানা গেছে।
তবে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর ওবায়েদ উল্লাহর বিরুদ্ধে নানা অনিয়ম ও সুবিধা গ্রহণের অভিযোগ পায় বাংলাদেশ ব্যাংক। এরপরই ৩ জুলাই তাকে ডেকে পাঠান ডেপুটি গভর্নর ড. মো. কবির আহম্মদ এবং পদত্যাগ করতে বলেন।
সূত্র বলছে, ওবায়েদ উল্লাহ আল মাসুদ পদে থাকার জন্য বিভিন্ন মহলে লবিং করছিলেন। এমন প্রেক্ষাপটে ১৫ জুলাই তার ও পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব চেয়ে চিঠি দেয় বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। পরদিন, ১৬ জুলাই ইসলামী ব্যাংকে বিশেষ তদন্ত অভিযান চালায় সংস্থাটি। অভিযানে গত আগস্ট থেকে মাসুদের নেওয়া সুবিধাগুলোর তথ্য সংগ্রহ করা হয়।
তদন্তে জানা যায়, মাসুদ সম্প্রতি এক মাসের জন্য যুক্তরাষ্ট্রে সফরে যান—তবে বিষয়টি ব্যাংকের পরিচালনা পর্ষদে আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করেননি। কেবল মৌখিকভাবে জানান, একটি আন্তর্জাতিক ব্যাংকের সঙ্গে 'ক্রেডিট লাইন' ইস্যুতে বৈঠকে অংশ নেবেন। অথচ এই ধরনের বিষয়ে ব্যাংকের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বৈঠক করে, চেয়ারম্যানের অংশগ্রহণের বিধান নেই।
এদিকে, ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান হিসেবে পর্ষদের স্বতন্ত্র পরিচালক অধ্যাপক জোবায়দুর রহমানের নাম আলোচনায় রয়েছে।
Comments