এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ান পুরস্কার পেল গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স

বীমা খাতে সবচেয়ে মর্যাদাপূর্ণ এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ান পুরস্কার পেয়েছে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স পিএলসি। বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম 'বছরের সবচেয়ে টেকসই আর্থিক প্রতিষ্ঠান-বীমা' বিভাগে মর্যাদাপূর্ণ এই পুরস্কারের জন্য গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স পিএলসিকে নির্বাচিত করেছে।
দারিদ্র্যমুক্ত (এসডিজি ১), ক্ষুধামুক্ত (এসডিজি ২), লিঙ্গ সমতা (এসডিজি ৫) এবং জলবায়ু কর্মসূচি (এসডিজি ১৩) সহ একাধিক এসডিজিতে কার্যকর অবদান রাখার জন্য এই স্বীকৃতি অর্জন করেছে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স। গ্রীন ডেল্টা প্রান্তিক জনগোষ্ঠী এবং সবশেষ গ্রাহকদের জন্য কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। এছাড়া গ্রাহকদের আর্থিক ঝুঁকি থেকে রক্ষা এবং আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করতে কাজ করে থাকে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স। যা দেশ এবং জাতি উভয়ের জন্য ইতিবাচক ভূমিকা রাখে।
Comments