সূচক ও লেনদেনে সামান্য ইতিবাচক গতি

সাম্প্রতিক বাজার চিত্র পর্যবেক্ষণে দেখা যায়, দিনের শুরুতে সূচকে কিছুটা ঊর্ধ্বগতি দেখা গেলেও দিন শেষে বিক্রির চাপ ও বিনিয়োগকারীদের আতঙ্ক বাজারকে নেতিবাচক ধারায় ফিরিয়ে নেয়। এই অবস্থায় সাধারণ বিনিয়োগকারীদের মাঝে উদ্বেগ-উৎকণ্ঠা বাড়ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছেন হাজারো ক্ষুদ্র বিনিয়োগকারী।
আজ বুধবার (২১ মে) বাজারে একই দৃশ্য ছিল। লেনদেনের শুরুতে বেশ কয়েকবার কেনার চাপে সূচক বেশ ঊর্ধ্বমুখী হয়। এক পর্যায়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক আগের দিনের চেয়ে ২৫ পয়েন্ট বেড়ে লেনদেন হয়। শেষদিকে বিক্রির চাপে সূচক আগের দিনের অবস্থানে ফিরে আসে। তবে আজ শেষ মুহূর্তে ডিএসইএক্স সূচক মাত্র ৬ পয়েন্ট ইতিবাচক থাকতে সক্ষম হয়।
বিশ্লেষকরা বলছেন, নিয়ন্ত্রক সংস্থা এবং বাজার সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের (ব্রোকারেজ হাউজ, মার্চেন্ট ব্যাংক, ইস্যুয়ার কোম্পানি, বিনিয়োগকারী সংগঠন) মধ্যে নিবিড় সংলাপ ও সমন্বয় ছাড়া বাজারে স্থিতিশীলতা ফিরে আসবে না।
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের পঞ্চম কার্যদিবস বুধবার (২১ মে) লেনদেন শেষে প্রধান সূচক ডিএসইএক্স ৬ দশমিক ২৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৮০১ পয়েন্টে। ডিএসইএস সূচক ২ দশমিক ৯৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৫০ পয়েন্টে আর ডিএস৩০ সূচক ১ দশমিক ৫৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৭৮১ পয়েন্টে।
এদিন ডিএসইতে মোট ৩২৬ কোটি ২৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গত কার্যদিবসে লেনদেন হয়েছিলো ২৯৭ কোটি ৭১ লাখ টাকার শেয়ার। আজ লেনদেন হওয়া ৩৯৯ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২২৭ টির, কমেছে ১০৫ টির, অপরিবর্তিত রয়েছে ৬৭ টি কোম্পানির শেয়ারদর।
আজ ৬৩ কোটি টাকার বেশি লেনদেন হয়ে ব্যাংকখাত লেনদেনের শীর্ষে উঠে আসে। তবে এ খাতে বেশিরভাগ কোম্পানির দরপতন হয়। সাড়ে ৪৪ কোটি টাকা লেনদেন হয়ে ওষুধ ও রসায়ন খাত লেনদেনে দ্বিতীয় অবস্থানে চলে আসে। এ খাতে ৫৫ শতাংশ কোম্পানির দর বেড়েছে। প্রায় ২৮ কোটি টাকা লেনদেন হয়ে বস্ত্রখাত লেনদেনে তৃতীয় অবস্থানে উঠে আসে। এ খাতে ৫০ শতাংশ কোম্পানির দর বেড়েছে।
প্রায় ১৯ কোটি টাকা লেনদেন হয়ে ব্রাক ব্যাংক লেনদেনের শীর্ষে অবস্থান করে। দর বেড়েছে ৮০ পয়সা। এরপরের অবস্থানে রয়েছে ওরিয়ন ইনফিউশন, বিচ হ্যাচারি, বিএসসি।
প্রায় ১০ শতাংশ বেড়ে লিগ্যাসি ফুটওয়ার দরবৃদ্ধির শীর্ষে অবস্থান করে। ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ড, ট্রাস্ট ব্যাংক মিউচুয়াল ফান্ড, সোনারগাঁও টেক্সটাইল দরবৃদ্ধির তালিকায় অবস্থান করে। দরপতনে ছিল প্রগ্রেসিভ লাইফ, জিল বাংলা, ইন্টারন্যাশনাল লিজিং।
চিটাগাং স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রায় ১৭ পয়েন্ট এবং সিএএসপিআই সূচক ২৯ পয়েন্ট বেড়েছে। লেনদেন হওয়া ১৯৪টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১১৩টির, কমেছে ৫৩টির। লেনদেন হয় ৭ কোটি ৮৪ লাখ টাকা। লেনদেনের শীর্ষে ছিল খান ব্রাদার্স পিপি। দরবৃদ্ধির শীর্ষে লিগ্যাসি ফুটওয়্যার এবং দরপতনে ছিল মনোস্পুল বাংলাদেশ।
Comments