শেরপুরে ‘তারুণ্যের উৎসব ২০২৫’ উদযাপন উপলক্ষে যুব সমাবেশ
'এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই' এই স্লোগানে জাতীয়ভাবে ঘোষিত তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে শেরপুরে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৭ ডিসেম্বর রোববার দুপুরে ভাতশালা এলাকায় যুব উন্নয়ন অধিদপ্তর কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।
জেলা যুব উন্নয়ন অধিদপ্তর উপ-পরিচালক মো. নুরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে ও নকলা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হামিদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, শেরপুর সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার, জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এডভোকেট মো. সিরাজুল ইসলাম, শেরপুর জেলা জামায়াতের আমির মাওলানা মো. হাফিজুর রহমান, এনসিপির শেরপুর জেলা শাখার সদস্য সচিব নুর ইসলাম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান বলেন, "যুবসমাজ দেশের অগ্রযাত্রার অন্যতম চালিকাশক্তি। দক্ষতা, উদ্ভাবন এবং সততার মাধ্যমে তরুণরা ভবিষ্যৎ বাংলাদেশকে আরও এগিয়ে নেবে। এছাড়াও যুবকদের বেকারত্ব কমাতে সরকার কাজ করছে বলেও তিনি জানান।"
Comments