কেরানীগঞ্জে গোয়েন্দা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেফতার
ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ), ঢাকা পরিচালিত বিশেষ অভিযানে ৪,৫০০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক ক্রয়-বিক্রয়ের নগদ ৪ লাখ ১০ হাজার টাকাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৬ ডিসেম্বর ২০২৫) রাত সাড়ে ৮টা থেকে রাত সাড়ে ৯টার মধ্যে উপজেলার ঘোষকান্দা এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম ইব্রাহিম (৩৫)। তিনি চাঁদপুরের হাইমচরের স্থায়ী বাসিন্দা হলেও দীর্ঘদিন ধরে ঢাকার মিরপুর এলাকায় বসবাস করছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইব্রাহিম স্বীকার করেছেন যে তিনি দক্ষিণ কেরানীগঞ্জসহ আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে ইয়াবার পাইকারি ও খুচরা ব্যবসার সঙ্গে জড়িত।
অভিযান চলাকালে তার সহযোগী আনোয়ার হোসেন (৫২) পালিয়ে যায়। সিডিএমএস পর্যালোচনায় জানা গেছে, পলাতক আনোয়ারের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় পূর্বের দুটি মামলা রয়েছে-একটি ৫০৬ পেনাল কোড, অন্যটি ১৪৩/৪৪৭/৪৪৮/৪২৭/৩২৩/৩২৬/৩৭৯/৫০৬ ধারায়।
ঢাকা জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান-এর নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ)-এর অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) মো. সাইদুল ইসলাম-এর তত্ত্বাবধানে উপপরিদর্শক (নিঃ) এস. এম. এনামুল হকের নেতৃত্বে একটি চৌকস টিম এ অভিযান পরিচালনা করে।
অভিযান শেষে উদ্ধার করা ইয়াবা ও নগদ টাকা জব্দ করা হয়েছে। ঘটনাটির পর দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮–এর ৩৬(১) সারণির ১০(গ)/৪১ ধারায় মামলা (নং-১৭, তারিখ: ০৭/১২/২০২৫) রুজু করা হয়েছে। গ্রেফতার ইব্রাহিমকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং পলাতক সহযোগীকে গ্রেফতারের চেষ্টা চলছে।
Comments