কেরানীগঞ্জে ৩ নারীসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
ঢাকার কেরানীগঞ্জে মাদকবিরোধী অভিযানে হেরোইন, ইয়াবা ও গাঁজাসহ নারীসহ ৮ মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেপ্তার করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ।
রবিবার (২৬ অক্টোবর) গভীর রাতে কালিন্দী ইউনিয়নের বোরহানীবাগ কবরস্থান সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল হক ডাবলু।
ওসির নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম অভিযান চালিয়ে তিন নারী ও পাঁচ পুরুষকে গ্রেপ্তার করে, যারা মাদক বিক্রির সময় পুলিশের হাতে ধরা পড়ে। গ্রেপ্তারকৃতরা মব সৃষ্টি করে পুলিশের উপর হামলা চালিয়ে পালানোর চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তবে আগে থেকে সিভিল ড্রেসে উপস্থিত নারী ও পুরুষ পুলিশ সদস্যরা দ্রুত পদক্ষেপ নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
ওসি মনিরুল হক ডাবলু বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি, ওই এলাকায় একটি চক্র দীর্ঘদিন ধরে মাদক বিক্রি করছে। পরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, বোরহানীবাগ এলাকায় দীর্ঘদিন ধরে মাদক বিক্রির কারণে জনজীবনে অস্থিরতা সৃষ্টি হয়েছিল। পুলিশের এই সফল অভিযানে তারা সন্তোষ প্রকাশ করেছেন এবং এলাকাকে মাদকমুক্ত রাখতে নিয়মিত অভিযান চালানোর আহ্বান জানিয়েছেন।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
Comments