নীলফামারীর জালঢাকায় জাকের পার্টির নির্বাচনীয় সভা অনুষ্ঠিত
নীলফামারী জলঢাকা উপজেলা কৈমারী মডেল ইউনিয়ন পরিষদে জাকের পার্টির নির্বাচনীয় জনসভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩) অক্টোবর বিকালে নীলফামারী-২ সাংগঠনিক জেলা,সৈয়দপুর,জাকের পার্টি ও সকল সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজন কৈমারী মডেল ইউনিয়ন পরিষদের সামনে এ সভা অনুষ্ঠিত হয়।
জলঢাকা উপজেলা জাকের পার্টির সভাপতি মোঃ মাজেদুল ইসলামের সভাপতিত্বে ও জেলা জাকের পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক একরামুল হকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাকের পার্টির সাংগঠনিক জেলা নীলফামারী-২ এর সভাপতি লান্চু হাচান চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সভাপতি মোঃ আমিনুল হক আমু,জেলা জাকের পার্টির সাংগঠনিক সম্পাদক মনোয়ার হোসেন, জাকের পার্টির যুব ফ্রন্টের জেলা সভাপতি শাহজাহান কবির ও সহ-সভাপতি আল-আমিন ও সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান রাশেদ, জাকের পার্টির যুব ফ্রন্টের জলঢাকা থানার সভাপতি আবু সায়েম শিপলু।
বক্তরা বলেন,জাকের পার্টির সুমহান প্রতিষ্ঠাতা বিশ্বওলী খাজা বাবা ফরিদপুরী (রাঃ)- জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান হযরত আলহাজ্ব খাজা মোস্তফা আমির ফয়সল মুজাদ্দেদী সাহেবের পবিত্র নির্দেশ ক্রমে শান্তি ও স্থিতিশীলতার লক্ষ্যে দেশজুরে ২০সেপ্টেম্বর থেকে ৩১অক্টোবর সাংগঠনিক জনসভা ও র্যালি হবে।
বক্তারা আরো বলেন,আগামী ফেব্রুয়ারিতে যদি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে চাইলে ব্লকচেইন পদ্ধতির বিকল্প নেই।
Comments