নীলফামারীর টুপামারী ইউনিয়নে রাস্তা সংস্কার
নীলফামারী সদর উপজেলার টুপামারী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের দুহুলীপাড়া গ্রামের বাসিন্দাদের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটাতে এগিয়ে এসেছে জামায়াতে ইসলামী।
বর্ষাকালে সম্পূর্ণ চলাচলের অনুপযোগী হয়ে পড়া একটি গুরুত্বপূর্ণ মাটির রাস্তা জামায়াতের নেতাকর্মী ও সাধারণ জনগণের সহযোগিতায় স্বেচ্ছাশ্রমে সংস্কার করা হয়েছে।
জানা যায়, ৪ নং ওয়ার্ডের দুহুলীপাড়া গ্রামের এই কাঁচা রাস্তাটি প্রতি বছর বর্ষাকালে সামান্য বৃষ্টিতেই কাদা ও খানাখন্দে ভরে যেত। এতে ওই অঞ্চলের মানুষের চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। ছাত্র-ছাত্রী, রোগী এবং কৃষিপণ্য পরিবহনে চরম ভোগান্তির শিকার হতেন স্থানীয়রা।
এমতাবস্থায়,এলাকাবাসীর কষ্টের কথা বিবেচনা করে টুপামারী ইউনিয়ন জামায়াতে ইসলামীর ৪ নং ওয়ার্ডের উদ্যোগে রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেয়া হয়।শুক্রবার সকালে জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দ এবং কর্মীরা গ্রামবাসীর সাথে হাতে হাত মিলিয়ে কোদাল ও ঝুড়ি নিয়ে সংস্কার কাজে অংশ নেন। প্রায় অর্ধশতাধিক মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে কাদা ও মাটি সরিয়ে রাস্তাটির জরুরি মেরামত কাজ সম্পন্ন করেন।
রাস্তা সংস্কারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন দুহুলীপাড়া গ্রামের বাসিন্দারা।একজন প্রবীণ গ্রামবাসী বলেন,"বৃষ্টি হলেই আমরা ঘর থেকে বের হতে পারতাম না। ছেলেমেয়েদের স্কুলে যাওয়াও বন্ধ হয়ে যেত। জামায়াতের ভাইয়েরা আমাদের পাশে দাঁড়িয়ে যে কাজটি করে দিল, তাতে আমরা সবাই খুব খুশি।
এই উদ্যোগ উপস্থিত ছিলেন ৪ নং ওয়ার্ড জামাতের সভাপতি হামিদুল ইসলাম,টুপামারি ইউনিয়ন যুব বিভাগের সভাপতি শহীদুল ইসলাম, ৪ নং ওয়ার্ডের যুব বিভাগের সভাপতি ইসমাইল হোসেন, বিভিন্ন ইউনিটের সভাপতিগণ,তারা জানায় জামায়াতে ইসলামী সব সময় আর্ত-মানবতার সেবায় নিজেদের নিয়োজিত রাখে।জনপ্রতিনিধিরা ব্যর্থ হলেও জনগণের দুর্ভোগ লাঘবে তাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।আগামীতেও এ ধরনের জনকল্যাণমূলক কাজ নিয়ে তারা মানুষের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
রাস্তাটির জরুরি সংস্কার হওয়ায় দুহুলীপাড়া ও পার্শ্ববর্তী এলাকার মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ফিরে এসেছে।
Comments