নীলফামারীতে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

নীলফামারীতে চলতি অর্থবছরে রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় বসতবাড়িতে চাষযোগ্য শাকসবজি চাষ, মাঠে চাষযোগ্য শীতকালীন সবজি ও সরিষা ফসলের জন্য মঙ্গলবার(২১ অক্টোবর) দুপুরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
নীলফামারী সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি অফিসের হল রুমে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম। উপজেলা কৃষি কর্মকর্তা আতিক আহমেদ এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ মোশফেকুর রহমান, অতিরিক্ত কৃষি অফিসার মোঃ বকুল ইসলামসহ আরো অনেকে।
সদর উপজেলার ১৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা হিসেবে শীতকালীন সবজি ও সরিষা ফসলের জন্য বীজ ও সার বিতরণ করা হয়।
Comments