কেরানীগঞ্জে অপ্রাপ্তবয়স্ক মাদ্রাসাছাত্রীকে নির্যাতন চেষ্টার অভিযোগে এক ব্যক্তি গ্রেপ্তার

ঢাকার কেরানীগঞ্জে এক অপ্রাপ্তবয়স্ক মাদ্রাসাছাত্রীকে নির্যাতনের চেষ্টা করার অভিযোগে মো. বাবু (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
অভিযুক্ত বাবু কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার জয়মঙ্গল গ্রামের মৃত নবীউল্লাহর ছেলে। তিনি কেরানীগঞ্জের রোহিতপুর ইউনিয়নের লাকিরচর এলাকার জিল্লু মেম্বারের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে থাকতেন। ভুক্তভোগী শিশুটির পরিবারও একই বাড়িতে ভাড়া থাকতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৮ অক্টোবর বিকেলে সুযোগ বুঝে বাবু শিশুটিকে কক্ষে ডেকে নিয়ে অনৈতিক আচরণের চেষ্টা করে। পাশের ঘরের লোকজন বিষয়টি বুঝতে পেরে শিশুটির পরিবারকে খবর দেয়। পরিবার দ্রুত গিয়ে শিশুটিকে উদ্ধার করে।
পরে স্থানীয়রা বাবুকে আটক করে থানায় খবর দেয়। কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে বাবুকে আটক করে থানায় নিয়ে আসে।
কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল হক ডাবলু বলেন, ঘটনার বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে। শিশুটিকে প্রাথমিকভাবে নিরাপদ পরিবেশে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
স্থানীয়রা ঘটনাটির কঠোর শাস্তি দাবি করে বলেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের আরও কঠোর ভূমিকা প্রয়োজন।
Comments