জামায়াতের পাঁচ দফা দাবিতে নীলফামারীতে মানববন্ধন

বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী জেলা শাখার উদ্যোগে পাঁচ দফা দাবি বাস্তবায়নের দাবিতে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জেলা শহরের চৌরঙ্গী মোড়ে আয়োজিত এ মানববন্ধনে বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন, উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত, ফ্যাসিস্ট সরকারের জুলুম-নির্যাতন ও দুর্নীতির বিচার এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ—এই পাঁচ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে তারা ঐক্যবদ্ধ হয়েছেন।
বক্তারা আরও বলেন, এই দাবিগুলো বাস্তবায়িত হলে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হবে এবং জনগণের ন্যায়সঙ্গত অধিকার নিশ্চিত হবে। মানববন্ধন থেকে সরকারের প্রতি দ্রুত দাবি বাস্তবায়নের আহ্বান জানানো হয়।
Comments