ফরিদপুরে যৌথ অভিযানে মাদক সম্রাজ্ঞীর মেয়ে বিপুল পরিমাণ মাদকসহ আটক

ফরিদপুরে মাদকবিরোধী অভিযানে এবার আটক হলেন 'মাদক সম্রাজ্ঞী' হিসেবে পরিচিত সাহেদা বেগম-এর মেয়ে আরজু আক্তার (২৪)। সেনাবাহিনী ও পুলিশের যৌথ এই অভিযানে আরজুর বসতঘর থেকে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ ইয়াবা ও হেরোইন।
রোববার রাত সাড়ে ৯টার দিকে ফরিদপুর শহরের গুহলক্ষীপুর রেলবস্তি এলাকায় এই অভিযান চালানো হয়। আরজু আক্তার ওই এলাকার রিয়াজ শেখের স্ত্রী।
কোতয়ালী থানার উপ-পরিদর্শক আহাদুজ্জামান সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে সেনাবাহিনী বাড়িটি ঘিরে ফেলে এবং পরে থানা পুলিশকে খবর দেওয়া হয়। যৌথ অভিযানে আরজু আক্তারের বসতঘরে তল্লাশি চালিয়ে পাঁচটি প্যাকেটে থাকা মোট ১০০০ (এক হাজার) পিস ইয়াবা এবং কিছু পরিমাণ হেরোইন উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে হেরোইনের পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি।
এছাড়া, মাদক বিক্রির নগদ ১৯ হাজার টাকা এবং মাদক লেনদেনের আরও ৪ লাখ টাকার তথ্য-প্রমাণ পাওয়া গেছে বলেও জানান তিনি।
আটক হওয়া আরজু আক্তারের মা সাহেদা বেগম (৪০) ফরিদপুরে 'মাদক সম্রাজ্ঞী' হিসেবে পরিচিত। তিনি একই এলাকার বাসিন্দা এবং তাঁর নামে ফরিদপুর কোতয়ালী থানায় ২৬টি মাদক মামলা রয়েছে। এর আগেও আইনশৃঙ্খলা বাহিনীর হাতে একাধিকবার গ্রেপ্তার হয়েছেন সাহেদা বেগম। সর্বশেষ গত বছরের ২০ মে আড়াই'শ পিস ইয়াবাসহ পুলিশের হাতে ধরা পড়েন তিনি।
ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান বলেন, সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে আরজু আক্তারকে আটক করেছে। তাঁর বিরুদ্ধে থানায় পূর্বে কোনো মামলা আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Comments