জুলাই জাতীয় সনদের ভিত্তিতে নির্বাচনের দাবিতে নীলফামারীতে জামায়াতের মতবিনিময় সভা

জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচন আয়োজন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে পাঁচ দফা দাবি তুলে ধরেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী জেলা শাখা। এ উপলক্ষে শনিবার দুপুরে শহরের একটি কমিউনিটি সেন্টারে বিশিষ্টজনদের সঙ্গে এক মতবিনিময় সভার আয়োজন করে সংগঠনটি।
সভায় সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুস সাত্তার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর–দিনাজপুর অঞ্চলের আঞ্চলিক টিম সদস্য মো. আব্দুর রশিদ। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর ড. খায়রুল আনাম, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আলফারুক আব্দুল লতীফ, জেলা কর্মপরিষদের সদস্য মাওলানা সাইফুল ইসলাম ও উপজেলা আমীর হাফেজ ইউসুফ আলীসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন,জুলাই জাতীয় সনদ'-এর ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করতে হবে এবং সেই নির্বাচনে উভয় কক্ষে পিআর বা আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি চালু করতে হবে, যাতে সকল রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব নিশ্চিত হয়। তাঁরা আরও বলেন, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে সকল দলের জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড সৃষ্টি করতে হবে।
নেতৃবৃন্দ অভিযোগ করেন, বর্তমান ফ্যাসিস্ট সরকারের দমননীতি, জুলুম-নির্যাতন, গণহত্যা ও ব্যাপক দুর্নীতি দেশের গণতন্ত্রকে বিপন্ন করেছে। এসব অপরাধের বিচার দৃশ্যমান করতে না পারলে জনগণের আস্থা ফিরবে না বলেও তাঁরা মন্তব্য করেন। বক্তারা আরও বলেন, স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের অগণতান্ত্রিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করতে হবে, যাতে ভবিষ্যতে জনগণের ভোটের অধিকার হরণ না হয়।
জেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুস সাত্তার তাঁর সভাপতির বক্তব্যে বলেন, আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই যেখানে ক্ষমতার উৎস হবে জনগণ, কোনো দল নয়। গণতন্ত্রের পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনাই আমাদের মূল লক্ষ্য।
সভায় বক্তারা গণতান্ত্রিক মূল্যবোধ,ন্যায়ভিত্তিক সমাজ ও ইসলামিক আদর্শে পরিচালিত একটি শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। তাঁরা বলেন, জাতীয় সনদের পাঁচ দফা বাস্তবায়নই দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও টেকসই উন্নয়নের মূল চাবিকাঠি হতে পারে।
Comments