কাল থেকে স্বাভাবিক হচ্ছে আখাউড়া স্থলবন্দরের আমদানি রপ্তানি

দুর্গা ও লক্ষ্মী পূজা উপলক্ষে ৭ দিন ছুটির পর কাল থেকে স্বাভাবিক হতে যাচ্ছে আখাউড়া স্থলবন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম। এর আগে দুর্গাপূজা ও লক্ষ্মীপূজা উপলক্ষে আগরতলা ইন্দো-বাংলা আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের এক চিঠির প্রেক্ষিতে ২ দেশের ব্যবসায়ীদের সিদ্ধান্ত মোতাবেক গত ২৯ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর ও ৬ থেকে ৭ অক্টোবর পর্যন্ত পর্যন্ত আখাউড়া স্থলবন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম স্থগিত ছিল।
এতে ৩ অক্টোবর শুক্রবার সাপ্তাহিক ছুটি সহ মোট ৭ দিন বন্ধ ছিল বন্দরটির আমদানি রপ্তানি। ৪ ও ৫ অক্টোবর খোলা থাকলেও দুর্গা ও লক্ষ্মীপূজার বন্ধের প্রভাবে আমদানি রপ্তানি কার্যক্রম স্তিমিত ছিল। তবে বন্দর সংশ্লিষ্টরা জানান, আমদানি রপ্তানি বন্ধ থাকলেও এ সময় স্থলবন্দরের শুল্ক স্টেশনের কার্যক্রম ও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।
দীর্ঘ ছুটি শেষে কাল ৮ অক্টোবর বুধবার থেকে আমদানি-রপ্তানি ফের স্বাভাবিক হতে যাচ্ছে।
Comments