সালথায় ক্যারম খেলা নিয়ে ভয়াবহ সংঘর্ষে আহত ২০, বাড়িতে হামলা-ভাঙচুর

ফরিদপুরের সালথায় তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের সৃষ্টি হয়েছে। ক্যারম খেলা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে সোমবার (৬ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার রামকান্তপুর ইউনিয়নের রামকান্তপুর গ্রামে এ সংঘাতের ঘটনা ঘটে। ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। পরিস্থিতি সামাল দিতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রামকান্তপুর গ্রামের দুটি পক্ষের মধ্যে ক্যারম খেলাকে কেন্দ্র করে কিছুদিন ধরে উত্তেজনা চলছিল। এরই ধারাবাহিকতায় আজ সকালে কথা-কাটাকাটি শুরু হলে মুহূর্তের মধ্যে তা সহিংস রূপ নেয়। উভয় পক্ষ লাঠিসোঁটা, ফালা এবং ইট-পাটকেল নিয়ে একে অপরের ওপর হামলা করে।
সংঘর্ষের সময় ক্ষিপ্ত জনতা গ্রামের চারটি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। এতে উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহত হন। আহতদের মধ্যে গুরুতর জখম হওয়া ১০ জনকে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং সালথা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
সংঘর্ষের খবর পেয়ে সালথা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, যাতে আর কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। তিনি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সংঘর্ষের জেরে রামকান্তপুর গ্রামে বর্তমানে থমথমে অবস্থা বিরাজ করছে।
Comments