নীলফামারীতে পূজা মণ্ডপ পরিদর্শনে সাবেক এমপি তুহিন

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নীলফামারী শহরের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন সাবেক সংসদ সদস্য ও ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এ্যাব) আহ্বায়ক প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন। সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে তিনি কালিমন্দির ও মিলন পল্লী সার্বজনীন দুর্গামন্দির থেকে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম শুরু করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ঐক্যফ্রন্টের আহ্বায়ক প্রবীর গুহ মিন্টু, কালিমন্দিরের সাধারণ সম্পাদক তাপস কুমার সাহা, সহ-সভাপতি অলোকেশ ভৌমিক ঝন্টু, সদস্য সুমন চক্রবর্তীসহ মন্দির পরিচালনা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ। তারা ফুলেল শুভেচ্ছা জানান অতিথিকে।
প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী তুহিন বলেন, বাংলাদেশে সব ধর্ম-বর্ণের মানুষ মিলেমিশে শান্তিপূর্ণভাবে বসবাস করছে। দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসব নয়, এটি সার্বজনীন আনন্দ ও মিলনমেলা। সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য ধরে রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
এসময় তার সহধর্মিণী তামান্না ইয়াসমিন, জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক, সদস্য সচিব এ এইচ এম সাইফুল্লাহ রুবেল, যুগ্ম আহ্বায়ক সোহেল পারভেজ ও মোস্তফা প্রধান হক বাচ্চু, সদস্য আনিছুর রহমান কোকো, মিলন পল্লী সার্বজনীন দুর্গামন্দিরের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দাস, সদস্য গোপাল দাস, সদর উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক হেরম্ব্র কুমার রায়সহ রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Comments