বিদেশ যাওয়ার আগের দিন সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ফিরোজের

ঢাকার কেরানীগঞ্জে বিদেশ পাড়ি জমানোর আগের দিনেই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন রোহিতপুর ইউনিয়নের সোনাকান্দার ফিরোজ মোল্লা।
দিন শেষ, রাত পোহালেই বিদেশে যাওয়ার কথা ছিল তার। প্রিয়জনদের কাছ থেকে বিদায়ও নিয়েছিলেন। শেষ মুহূর্তের কেনাকাটা আর প্রস্তুতির জন্য গিয়েছিলেন রাজধানীর গুলিস্তানে। কিন্তু আর ফেরা হয়নি ঘরে।
গত রবিবার বিকেলে গুলিস্তানে দুই বাসের চাপায় গুরুতর আহত হন ফিরোজ। স্থানীয়রা তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে এক সপ্তাহ মৃত্যুর সাথে লড়ে গতকাল উন্নত চিকিৎসার জন্য বেসরকারি হাসপাতালে নেওয়ার পথে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
ফিরোজ ইমান আলী মোল্লার ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার বাদ আসর মদিনাতুল উলুম সোনাকান্দা ইসলামিয়া দাখিল মাদ্রাসা মাঠে জানাযা শেষে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে।
তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Comments