দূর্গা পূজা উপলক্ষে আলমডাঙ্গায় ৩৫ টি মন্দিরে বিএনপির শুভেচ্ছা উপহার

শারদীয় দুর্গাপূজা ১৪৩২ উপলক্ষে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ৩৫টি মন্দিরে বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বেলা ৫টায় আলমডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির কার্যালয়ে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মন্দির কমিটির সদস্যদের হাতে উপহার সামগ্রী ও নগদ অর্থ তুলে দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ।
এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, 'বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় মানুষের সাথে, জনগণের পাশে থাকে। ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে আমরা সবাই একই সমাজের অংশ। এই দুর্গাপূজা আমাদের ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা আর একসাথে থাকার প্রতীক। বিএনপি বিশ্বাস করে, রাজনীতি মানে কেবল ক্ষমতার প্রতিযোগিতা নয়।
বিএনপির রাজনীতি মানে মানুষের কল্যাণে পাশে দাঁড়ানো। তাই চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গা উপজেলার প্রতিটি হিন্দু সম্প্রদায়ের মানুষ যাতে আনন্দ-উৎসব নির্বিঘ্নে পালন করতে পারেন, সে জন্য বিএনপির নেতাকর্মীরা সবসময় প্রস্তুত।'
তিনি বলেন, 'আমরা আমাদের স্বেচ্ছাসেবকদের মাধ্যমে মন্দির এলাকায় নিরাপত্তা সহযোগিতা দেব। প্রশাসনের পাশাপাশি বিএনপির কর্মীরাও সর্বাত্মকভাবে পাশে থাকবে, যাতে পূজা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। শুধু উপহার সামগ্রী দিয়েই আমাদের দায়িত্ব শেষ নয়, আমি এবং আমার সহকর্মীরা নিজেরাই প্রতিটি মন্দির পরিদর্শন করবো। কোথাও কোনো অসুবিধা থাকলে তাৎক্ষণিক সমাধানের চেষ্টা করব।'
তিনি আরও বলেন, 'এ বছরও প্রতিটি মন্দিরের পূজা আয়োজন আমরা সরাসরি পর্যবেক্ষণ করবো। শৃঙ্খলা, সৌন্দর্য ও সুষ্ঠু ব্যবস্থাপনার ভিত্তিতে শ্রেষ্ঠ মন্দিরকে পুরস্কৃত করা হবে। এই পুরস্কার কোনো প্রতিযোগিতা নয়, বরং অন্য মন্দিরগুলোকে উৎসাহিত করার অংশ।' জেলা বিএনপির এই নেতা বলেন, 'আমাদের লক্ষ্য হলো-সমাজে ভ্রাতৃত্ববোধ ও ঐক্যের বার্তা ছড়িয়ে দেয়া।'
তিনি বলেন, 'বিএনপি সব ধর্মের মানুষের অধিকার রক্ষায় বিশ্বাসী। আমরা সবাই বাংলাদেশি, এটাই আমাদের প্রথম পরিচয়। ধর্ম যার যার, উৎসব সবার। তাই দুর্গাপূজায় আমরা যেমন হিন্দু সম্প্রদায়ের পাশে থাকি, ঠিক তেমনি মুসলিম, খ্রিস্টান বা বৌদ্ধ সম্প্রদায়ের উৎসবেও একইভাবে সহযোগিতা করবো। বিএনপি জনগণের দল, এ দলের শক্তি হলো জনগণ। পাশে থাকাই আমাদের রাজনীতির মূল লক্ষ্য।'
অনুষ্ঠানে উপস্থিত থেকে আরও বক্তব্য দেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা ফরিদুল ইসলাম শিপলু, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আখতার হোসেন জোয়ার্দার, আলমডাঙ্গা পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিন্টু, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক রোকন, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন (সঞ্চালক), আলমডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু, জেলা যুবদলের সহ-সম্পাদক হাফিজুর রহমান হাবলু, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার সিংহ রায়।
চুয়াডাঙ্গা জেলা জাসাস এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পূজা উদ্যাপন পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার আহ্বায়ক সুরেশ কুমার আগরওয়ালা, পূজা উদযাপন ফ্রন্ট জেলা শাখার আহ্বায়ক উৎপল কুমার বিশ্বাস, পূজা উদযাপন পরিষদ জেলা শাখার সদস্য পলাশ কুমার সাহা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ চুয়াডাঙ্গা সদর উপজেলা শাখার সভাপতি গোবিন্দ চন্দ্র বিশ্বাস, সাধারণ সম্পাদক হেমন্ত কুমার সিংহ রায়, পূজা উদযাপন পরিষদ জেলা শাখার আহ্বায়ক পরিমল ঘোষ কালু, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আলমডাঙ্গা উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মণীন্দ্রনাথ দত্ত, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ সাধুকা, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ আলমডাঙ্গা উপজেলা শাখার সভাপতি অমল কুমার বিশ্বাস, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আলমডাঙ্গা পৌর শাখার সভাপতি লিপন কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক পলাশ কুমার আচার্য্য প্রমুখ।
Comments