কেরানীগঞ্জে ডিবি’র অভিযানে জাল টাকার ব্যবসায়ী আটক
ঢাকা জেলার কেরানীগঞ্জে গোয়েন্দা পুলিশের (ডিবি-দক্ষিণ) বিশেষ অভিযানে ৭৭ হাজার টাকার জাল নোটসহ এক পেশাদার জাল টাকার ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর ২০২৫) বিকেল ৪টা ৪৫ মিনিটে কেরানীগঞ্জ মডেল থানাধীন মনু বেপারীর ঢাল এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃতের নাম মো. নজরুল ইসলাম (৩৫)। তিনি বরিশালের মুলাদী উপজেলার উত্তর পাতারচর গ্রামের মৃত মোঃ হানিফ রাঢ়ীর ছেলে। বর্তমানে তিনি কেরানীগঞ্জের আটি জয়নগর এলাকায় বসবাস করছিলেন।
ঢাকা জেলা পুলিশ জানায়, পুলিশ সুপার মো. আনিসুজ্জামান পিপিএম-এর নির্দেশনা ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. জাহিদুল ইসলাম খানের তত্ত্বাবধানে ডিবি (দক্ষিণ)-এর ওসি সাইদুল ইসলামের নেতৃত্বে উপ-পরিদর্শক টিটুল হোসাইন ও মো. মনির হোসেনের সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করেন। এ সময় নজরুল ইসলামের কাছ থেকে ৭৭,০০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে নজরুল স্বীকার করেছে যে, দীর্ঘদিন ধরে তিনি জাল টাকা তৈরি ও বাজারজাতকরণের সঙ্গে জড়িত। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় তিনি জাল টাকা সরবরাহ করে আসছিলেন।
পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেফতারকৃত নজরুল ইসলামের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা বিচারাধীন রয়েছে।
সবগুলো মামলাই বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪-এর 25A ধারায় বিচারাধীন। এ ঘটনায় কেরানীগঞ্জ মডেল থানায় নতুন করে মামলা নং-৪০, তারিখ ২৫/০৯/২০২৫ দায়ের হয়েছে।
ঢাকা জেলা পুলিশের এক কর্মকর্তা বলেন, জাল টাকা সমাজ ও অর্থনীতির জন্য মারাত্মক হুমকি। আমরা জাল টাকা চক্রকে চিহ্নিত করে আইনের আওতায় আনতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি।
আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, ঈদ ও বড় উৎসবকে কেন্দ্র করে জাল টাকা চক্রগুলো সক্রিয় হয়ে ওঠে। তবে সাম্প্রতিক সময়ে ধারাবাহিক অভিযান ও জনসচেতনতার কারণে জাল নোটের ব্যবসা আগের তুলনায় অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে।
Comments