৫ কেজি ভারতীয় রুপার গহনাসহ বাসের সুপারভাইজার গ্রেপ্তার

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজার পাড়া থেকে ৫ কেজি ২০০ গ্রাম ভারতীয় রুপার গহনাসহ মুলতান আলী (৫৫) নামের সাথী পরিবহনের সুপার ভাইজারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে রুপার গহনাসহ তাকে গ্রেপ্তার করে দামুড়হুদা মডেল থানা ও কার্পাসডাঙ্গা ফাঁড়ির পুলিশ।
গ্রেপ্তারকৃত মুলতান আলী কার্পাসডাঙ্গা ইউনিয়নের বাজার পাড়া'র বজলুর রশিদের ছেলে। সে কার্পাসডাঙ্গা টু ফরিদপুর চলাচলকারী সাথী পরিবহন নামের বাসের সুপারভাইজার।
পুলিশ জানায়,পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা'র সার্বিক দিকনির্দেশনায় দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবীর সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ৯ টার দিকে কার্পাসডাঙ্গা বাজার পাড়ায় অভিযান চালায়। এসময় গ্রেপ্তারকৃত মুলতান আলীর ঘরে সিমেন্টের বস্তা দিয়ে তৈরি বাজার করা ব্যাগের মধ্য থেকে কস্টেপ দিয়ে মোড়ানো ১৬টি বান্ডিলে মোট ৫ কেজি ২০০ গ্রাম ভারতীয় রুপা উদ্ধার করে। যার আনুমানিক বাজারমূল্য ১২ লাখ ৬৪ হাজার টাকা।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
Comments