কেরানীগঞ্জে রাতের আঁধারে কেটে ফেলা হলো শতাধিক গাছ

ঢাকার কেরানীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের বিরুদ্ধে গাছ কেটে ফেলার অভিযোগ তুলেছেন ভুক্তভোগী শাহ আলম। এ ঘটনায় তিনি কেরানীগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
ভুক্তভোগী শাহ আলম জানান, গত ২৬ আগস্ট পাশের বাড়ির চাচার করা একটি অভিযোগে তিনি সাক্ষ্য দেন। পরে ২৭ সেপ্টেম্বর বিবাদীদের বিরুদ্ধে থানায় আরও একটি জিডি হয়, যেখানে তিনিও সাক্ষ্য দেন। ওই জিডিতে অভিযুক্ত হিসেবে নাম রয়েছে-আনিসুর রহমান, নাসির উদ্দিন, কুতুব উদ্দিন ও নাসির উদ্দিনের ছেলে সাঈদের।
অভিযোগে শাহ আলম উল্লেখ করেন, গত ২২ সেপ্টেম্বর বাদ আসরের পর নাসির উদ্দিনের ছেলে সাঈদ ও কুতুব উদ্দিনের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তারা রামদা হাতে নিয়ে তাকে প্রকাশ্যে হত্যার হুমকি দেয়। পরে গভীর রাতে তার জমিতে থাকা প্রায় ৩৫ থেকে ৪০টি পেপে গাছ ও অন্তত ১৫ থেকে ১৮টি কলাগাছ কেটে ফেলে দেয় বলে দাবি করেন তিনি।
এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে কেরানীগঞ্জ মডেল থানার আশ্রয় নেন শাহ আলম।
কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল হক ডাবলু জানান, এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Comments