বরিশাল বিএম কলেজে ছাত্র শিবিরের ২ দিন ব্যাপি স্বাস্থ্যসেবা ক্যাম্প

বরিশাল বিএম কলেজে ছাত্র শিবিরের উদ্যােগে ২ দিন ব্যাপি স্বাস্থ্যসেবা ক্যাম্প চালু শুরু হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে কলেজের লাইব্রেরি ভবনের সামনে স্বাস্থ্যসেবা ক্যাম্প উদ্বোধন করা হয়। এ সময় ক্যাম্প থেকে শিক্ষার্থীদের চিকিৎসা দেবার পাশাপাশি ফ্রী ঔষধ দেয়া হয়।
শিক্ষার্থীরা জানান, শিবিরের এমন আয়োজনে খুশি তারা। ভবিষ্যতে যেন এমন আয়োজন আরও হয় সেই দাবিও জানান তারা।
শিক্ষার্থী জানান, কলেজে এমন ব্যতিক্রমী উদ্যোগ এর আগে দেখিনি। চিকিৎসা সেবা দেবার আর পাশাপাশি ঔষধ ফ্রিতে দেয়া হয়েছে। মেয়েদের বিভিন্ন সমস্যার কথা চিন্তা করে ছিল বিশেষ ব্যবস্থা। তাই মেয়েদের জন্য রাখা হয়েছে আলাদা চিকিৎসক।
শিবির নেতারা জানান, প্রথম দিনেই প্রায় ১ হাজার শিক্ষার্থী চিকিৎসা নিয়েছে। ৭ জন চিকিৎসক সেবা দিয়েছেন। পাশাপাশি দেয়া হয়েছে ফ্রী ঔষধ। আশা করছি ২ দিনের স্বাস্থ্যসেবা ক্যাম্পে আমরা ৫ হাজার শিক্ষার্থীকে সেবা দিতে পারবো।
Comments