'৫৪ বছরেও বাংলাদেশে পিআরের চর্চা হয়নি কাজেই সংবিধান অনুযায়ী নির্বাচন চায় বিএনপি'

৫৪ বছরেও বাংলাদেশে পিআরের চর্চা হয়নি কাজেই পিআর পদ্ধতি নিয়ে বিএনপি বক্তব্য স্পষ্ট সংবিধান অনুযায়ী ভোট চায় দলটি। দেশের মানুষ দেড় যুগের বেশি সময় জাতীয় নির্বাচনে ভোটাঅধিকার প্রয়োগ করতে পারেনি, ভোট দেওয়ার জন্য অপেক্ষায় রয়েছে বাংলার মানুষ । কাজেই বর্তমান সংকট উত্তরণের একমাত্র উপায় হচ্ছে নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার গঠন করা বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা এজেডএম জাহিদ হোসেন।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সাড়ে ১০টায় দিনাজপুরের হিলিতে সাংবাদিকদের সাথে মতবিনিময় ও বিভিন্ন পূজামন্ডবে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে এসে এসব মন্তব্য করেন তিনি।
এসময় তিনি আরো বলেন, যে পদ্ধতিতে গণতন্ত্র শক্তিশালী হয়,যে পদ্ধতিতে বেশিরভাগ রাষ্ট্র পরিচালিত হচ্ছে। বাংলাদেশ মানুষ যে পদ্ধতিতে অভ্যস্ত এবং সংবিধান পারমিট করে আমরা সেটাতে লেগে থাকতে চাই। যারা পিআর পদ্ধতি নিয়ে ব্যস্ত তাদেরকে বলতে চাই জনগণের পছন্দ ও ইচ্ছে কিংবা বহিঃপ্রকাশ যদি সংবিধান হয়ে থাকে তাহলে জনগণকে সে মত প্রকাশের সুযোগ দিন। যারা পিআর পদ্ধতিতে নির্বাচন চাচ্ছে তারা ডিসেম্বরে প্রার্থী ঘোষণা করার সময় পিআর কিংবা সংস্কারের কথাই বলেনি। প্রধান উপদেষ্টা সময় অনুযায়ী মধ্য ফেব্রুয়ারীতে জাতীয় নির্বাচনের মাধ্যমে জনগণ গনতন্ত্র প্রতিষ্ঠা করবে। এতে দেশের অর্থনৈতিক ও সামাজিক বিশৃঙ্খলার সৃষ্টির যে প্রয়াস কিংবা স্বৈরাচার ফিরে আসা বা স্বৈরাচারের মত কেউ কেউ যে কথা বলছে তা আইনের মাধ্যমে পরিচালনা করা হবে।
দিনাজপুর-৬ আসনের চারটি উপজেলায় প্রতিটি মন্দিরে ৫ হাজার টাকা করে অনুদান দেন তিনি।
এসময় হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ খাঁন,সাধারণ সম্পাদক নাজমুল হোসেন সহ অনেকে উপস্থিত ছিলেন।
Comments