দাফনের আগে মরদেহ আটকে সুদের পাওনা টাকা আদায় করল সুদখোর

দাফনের আগে মরদেহ আটকে সুদের পাওনা টাকা আদায় করল সুদখোর। ঘটনাটি ঘটেছে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার চিৎলা গ্রামে।
জানা যায়, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার চিতলা গ্রামের নতুন পাড়ার নিয়ামত আলীর ছেলে হারুন। পেশায় রাজমিস্ত্রি। মেয়ের বাড়িতে বেড়াতে গিয়ে রবিবার (২১ সেপ্টেম্বর) হৃ'দ'রোগে আক্রান্ত হয়ে মা'রা' যান। আসরের নামাজের পর দাফনের প্রস্তুতি চলছিল। গোসল করানোর সময় সেখানে হাজির প্রতিবেশী মর্জিনা খাতুন।
মর্জিনার দাবি, হারুনের কাছে ১৫ হাজার টাকা পাবেন তিনি। আসল নয়, সুদের টাকা! মর্জিনা ও তার মেয়েকে এমনিতেই এড়িয়ে চলে গ্রামবাসী। কারণ সবাই জানে, এরা মামলাবাজ। মর্জিনার একটাই কথা। সুদ বাবদ ওই ১৫ হাজার টাকা না পেলে হারুনকে দাফন করতে দেবেন না। সবাই হতবাক। বিক্ষুব্ধ হলো কেউ কেউ। শেষমেষ হারুনের পক্ষে পরিবারের লোকজন দাবীকৃত সুদের টাকা পরিশোধ করলে পথ ছাড়ে মর্জিনা।
টাকা কুড়িয়ে নেওয়ার সময় উপস্থিত কেউ কেউ রাগে ক্ষোভে ফেটে পড়ে। মরদেহ আটকে সুদের টাকা আদায়ের ঘটনায় হতবাক গ্রামবাসী।
Comments