নীলফামারীর পূর্ব তেলীপাড়া গ্রামে অগ্নিকান্ডে ৩৫টি ঘর ক্ষতিগ্রস্থ

বিদ্যুতের সট সার্কিট থেকে অগ্নিকান্ডের ঘটনায় নীলফামারী সদর উপজেলার পঞ্চপুকুর ইউনিয়নের উত্তরা শশী জোত চুকানী পূর্ব তেলীপাড়া গ্রামের ১৭টি পরিবারের ৩৫টি ঘর পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ৭০ লক্ষ টাকা। ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্যরা।
পঞ্চপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়াহেদুল ইসলাম জানান, রবিবার পনে ১টার সময় পঞ্চপুকুর ইউনিয়নের উত্তরা শশী জোত চুকানী তেলীপাড়া গ্রামের শরিফুল ইসলামের থাকার ঘর থেকে বিদ্যুতের সট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। এতে মুহুর্তের মধ্যে ১৭টি পরিবারের ৩৫টি ঘর পুড়ে যায়।
গ্রামবাসী ও ফায়ার সার্ভিস এর যৌথ চেষ্ঠায় আগুন নিয়ন্ত্রনে আনা সম্ভব হয়। তাৎক্ষনিক পঞ্চপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়াহেদুল ইসলাম তার নিজস্ব তহবিল থেকে চাউল, ডাল, তৈলসহ শুকনা খাবার ক্ষতিগ্রস্থ পরিবার গুলোর মাঝে বিতরণ করেন। এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্যরা ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শণ করেন এবং ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
Comments