টুঙ্গিপাড়ায় ৫৫০ পিস ইয়াবাসহ ৩১ মাদক মামলার আসামি গ্রেফতার

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অভিযান চালিয়ে ৫৫০ পিস ইয়াবাসহ ৩১টি মাদক মামলার আসামি নবীর শিকদারকে (৩৫) গ্রেফতার করেছে যৌথ বাহিনী।
শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে উপজেলার কুশলী ইউনিয়নের দক্ষিন কুশলী গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
আজ (২১ সেপ্টেম্বর) দুপুরে টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মনির হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃত ৩১টি মাদক মামলার আসামি নবীর শিকদার টুঙ্গিপাড়া উপজেলার দক্ষিন কুশলী গ্রামের মো. ফায়েজুর শিকদারের ছেলে। নবীরের বিরুদ্ধে টুঙ্গিপাড়াসহ গোপালগঞ্জের বিভিন্ন থানায় মোট ৩১ টি মাদক মামলা রয়েছে।
উপপরিদর্শক মনির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে দক্ষিণ কুশলী গ্রামে নবীরকে গ্রেফতার করে যৌথ বাহিনী। এসময় তার কাছ থেকে ৫৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরো বলেন, গ্রেফতারকৃত নবীর শিকদারের বিরুদ্ধে টুঙ্গিপাড়াসহ গোপালগঞ্জের বিভিন্ন থানায় ৩১ টি মাদক মামলা রয়েছে। তার মধ্যে কয়েকটি মামলায় ওয়ারেন্ট রয়েছে।
Comments