গোপালগঞ্জের বাসের চাপায় ভ্যান চালক নিহত

গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস চাপায় সুকেন বর (৩২) নামে এক ভ্যান চালক নিহত হয়েছেন। আজ রোববার (২১ সেপ্টেম্বর) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার পোনা বাসস্ট্যান্ডে এ দূর্ঘটনা ঘটে।
ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ওসি মাকসুর রহমান মুরাদ হোসেন দূর্ঘটনার বিসয়টি নিশ্চিত করেছেন। নিহত ভ্যান চালক সুকেন বর কাশিয়ানী উপজেলার মাহমুদপুর গ্রামের জীতেন বরের ছেলে।
ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ওসি মাকসুর রহমান মুরাদ হোসেন জানান, সকালে ঢাকা-খুলনা মহাসড়ক পার হচ্ছিলেন ভ্যান চালক সুকেন বর। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সোহাগ পরিবহনের একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস ভ্যান চালক সুকেনকে চাপা দিলে তিনি মারাত্মক আহত হন।
তিনি আরো বলেন, তাকে উদ্ধার করে কাশিয়ানী হাসপাতালে নেয়া হলে কর্তব্যরতঃ ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
Comments