ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ গোপালগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা

৭ দফা দাবীতে প্রায় সাড়ে ৩ ঘন্টা ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে আন্দোলন করেছে গোপালগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
আজ বুধবার বেলা ১১টার দিকে পলিটেকনিক ইনস্টিটিউটের ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল করে চন্দ্রদিঘলিয়া বাসষ্ট্যান্ড এলাকায় অবস্থান নেয় শিক্ষার্থীরা। পরে সেখানে বসে পড়ে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে আন্দোলন শিক্ষার্খীরা। এর ফলে মহাসড়কের দুই পাশে ৩/৪ কিলোমিটার এলাকা জুড়ে প্রায় ২ শতাধিক যানবাহন আটকা পড়ে আছে। এতে ভোগান্তিতে পড়ে হাজারো যাত্রী সাধারন। পরে পুলিশ গিয়ে অবরোধকারী শিক্ষার্থীদের বুঝিয়ে বেলা আড়াইটার দিকে অবরোধ তুলে দেয়।
শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে কারিগরি শিক্ষাকে অবহেলা করা হচ্ছে ও প্রকৌশল কর্মক্ষেত্রে কারিগরি শিক্ষার্থীদের প্রাপ্য অধিকার হরণ করা হচ্ছে। এর প্রতিবাদেই তারা রাস্তায় নেমেছেন।
Comments