মোংলার দৃষ্টিহীন ঐতির পাশে তারেক রহমান

চোখে আলো নেই, কিন্তু থেমে নেই স্বপ্ন। জন্ম থেকেই দৃষ্টিপ্রতিবন্ধী মোংলার ঐতি রায় ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় পেয়েছেন জিপিএ ৪.৩৯। পড়ছেন মোংলা সরকারি কলেজের মানবিক বিভাগে।
দারিদ্র্যপীড়িত পরিবারের মেয়ে ঐতির বাবা দিনমজুর। ছোটবেলায় মায়ের মুখে শুনে মুখস্থ করে নিয়েছেন বইয়ের পাঠ। সহপাঠীদের সহায়তায় দিয়েছেন পরীক্ষাও। সীমাহীন প্রতিকূলতার মাঝেও থেমে থাকেনি তার এগিয়ে চলা।
এই পথচলায় পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার পক্ষ থেকে শনিবার বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লায়ন ডা. শেখ ফরিদুল ইসলাম ঐতির বাড়িতে গিয়ে শিক্ষা সহায়তা তুলে দেন।
ঐতি বলেন,"এই সহায়তায় আমি খুব উৎসাহ পেয়েছি। আমি সরকারি চাকরি করতে চাই। পাশাপাশি আবৃত্তিশিল্পী হওয়ার স্বপ্ন দেখি।"
লায়ন ডা. ফরিদুল ইসলাম বলেন, "তারেক রহমান সবসময় মেধাবী ও অবহেলিত শিক্ষার্থীদের পাশে থাকার চেষ্টা করেন। ঐতির মতো শিক্ষার্থীর পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব।"
ঐতির গল্প শুধু প্রতিবন্ধকতা জয় করার নয়—এটি সমাজের জন্য এক অনুপ্রেরণার বার্তা। সাহস, সহায়তা আর স্বপ্ন থাকলে কোনো অন্ধকারই এগিয়ে চলা থামাতে পারে না।
Comments