গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতেও বরুড়ায় যানজট নিরসনে মাঠে উপজেলা প্রশাসন

কুমিল্লার বরুড়ায় পৌর সদর বাজারে দীর্ঘদিনের যানজট নিরসনে আবারও মাঠে নেমেছে উপজেলা প্রশাসন। সোমবার (৪ সেপ্টেম্বর) সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মাঝেই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নু এমং মারমা মং-এর নেতৃত্বে বাজারের বিভিন্ন গলি ও প্রধান সড়ক পরিদর্শন করা হয়।
এর আগে গত ২৮ আগস্ট বরুড়া পৌর বাজারে প্রায় ৫০টি অবৈধ দোকানপাট উচ্ছেদ করে উপজেলা প্রশাসন। এরপরও বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে কিছু অসাধু ব্যবসায়ী অস্থায়ীভাবে দোকানপাট বসাতে শুরু করেন। সোমবারের এই পরিদর্শনে পুনরায় এসব অবৈধ স্থাপনা শনাক্ত করে ব্যবসায়ীদের সতর্ক করে দেওয়া হয়।
সরেজমিনে দেখা যায়, সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হলেও উপজেলা প্রশাসন, কুমিল্লা সড়ক বিভাগের কর্মকর্তা, থানা পুলিশ ও বাজার কমিটির সদস্যদের সঙ্গে নিয়ে ইউএনও বাজারের প্রতিটি গলি ও গুরুত্বপূর্ণ এলাকায় ঘুরে ঘুরে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
বাজার পরিদর্শন শেষে ইউএনও নু এমং মারমা মং বলেন,বরুড়া বাজারে দীর্ঘদিন ধরে যানজট সমস্যা ভোগাচ্ছে সাধারণ মানুষকে। এই যানজট নিরসনের লক্ষ্যে উপজেলা প্রশাসন ধারাবাহিকভাবে কাজ করছে। ইতিমধ্যে বাজারের গুরুত্বপূর্ণ স্থানে অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। তবে এখনো কেউ অস্থায়ী দোকান বসালে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন,বরুড়াকে যানজটমুক্ত বাজার হিসেবে গড়ে তুলতে আমরা থানা, সড়ক বিভাগ ও বাজার কমিটির সদস্যদের নিয়ে একযোগে কাজ করছি। এতে হয়তো কিছু মানুষের সাময়িক অসুবিধা হচ্ছে, তবে বরুড়াবাসীর বৃহত্তর স্বার্থে সবাইকে এই সামান্য কষ্ট মেনে নিতে হবে।
উপজেলা প্রশাসনের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন বাজারের ক্রেতা-বিক্রেতারা। তারা আশা প্রকাশ করেন, নিয়মিত নজরদারির মাধ্যমে বাজারটি শৃঙ্খলায় ফিরবে এবং যানজটমুক্ত একটি সুষ্ঠু পরিবেশ সৃষ্টি হবে।
Comments