সুনামগঞ্জে বিজিবির অভিযানে ২৬ লাখ টাকার ভারতীয় গরু জব্দ

সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি'র পৃথক দুটি অভিযানে ২৩টি ভারতীয় চোরাচালানকৃত গরু জব্দ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে ও শুক্রবার (৫ সেপ্টেম্বর) ভোররাতে সুনামগঞ্জ জেলার মধ্যনগর ও দোয়ারাবাজার উপজেলা থেকে এসব ভারতীয় গরু জব্দ করা হয়। জব্দকৃত গরুর সিজার মূল্য ২৬ লক্ষ ৫০ হাজার টাকা।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) বেলা ১২টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি'র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির।
বিজিবি সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা ইউনিয়নে মাটিরাবন সীমান্ত ফাঁড়ির (বিওপি) সদস্যরা অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৮টি ভারতীয় গরু জব্দ করে। গোপন সংবাদের ভিত্তিতে কড়ইবাড়ী নামক স্থানে এই অভিযান পরিচালনা করা হয়। জব্দকৃত গরুগুলোর আনুমানিক মূল্য ৫ লাখ ৬০ হাজার টাকা।
এদিকে, শুক্রবার (৫ সেপ্টেম্বর) দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নে বাঁশতলা সীমান্ত ফাঁড়ির (বিওপি) সদস্যরা আরেকটি অভিযান চালায়। ভোররাতে পরিচালিত এই অভিযানে দক্ষিণ কলোনী নামক স্থান থেকে মালিকবিহীন অবস্থায় ১৫টি ভারতীয় গরু জব্দ করা হয়। এই গরুরগুলোর জব্দমূল্য ২০ লক্ষ ৯০ হাজার টাকা। পৃথক দুইটি অভিযানে জব্দ করা ২৩টি ভারতীয় গরুর মোট সিজার মূল্য ২৬ লাখ ৫০ হাজার টাকা।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী বিজিবি সীমান্তে চোরাচালান প্রতিরোধে কঠোর নজরদারি এবং অভিযান পরিচালনা অব্যাহত রেখেছে। তিনি আরও বলেন, জব্দকৃত গরুগুলো সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
Comments