সুনামগঞ্জে সাংবাদিকদের নিয়ে ডাচ্ বাংলা ব্যাংকের ‘তারুণ্যের উৎসব’ উদযাপন

তারুণ্যের শক্তিকে উজ্জীবিত করে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এবং তরুণদের দেশের সম্ভাবনাময় সম্পদ হিসেবে গড়ে তুলতে সুনামগঞ্জে অনুষ্ঠিত হয়েছে 'তারুণ্যের উৎসব ২০২৫'। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল ১১টায় ডাচ্ বাংলা ব্যাংক পিএলসি, সুনামগঞ্জ শাখার আয়োজনে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় ব্যাংকটির কনফারেন্স হলে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাচ্ বাংলা ব্যাংক পিএলসি সুনামগঞ্জ শাখার ব্যবস্থাপক মোহাম্মদ গোলাম আজাদ। অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক সমকালের জেলা প্রতিনিধি পংকজ কান্তি দে।
সভায় আরও উপস্থিত ছিলেন, মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর তালুকদার, বাসসের জেলা প্রতিনিধি মো. আমিনুল হক, দৈনিক সুনামকন্ঠ ও উত্তরপূর্ব'র প্রতিনিধি তানভীর আহমেদ, সাংবাদিক এ কে মিলন আহমেদ, ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি সাইদুর রহমান আসাদ, দৈনিক খবরের স্টাফ রিপোর্টার মুশফিকুর রহমান,জেনিয়া আক্তার, ইশরাত জাহান মৌ, তুর্জ দাস, জাকারিয়া আহমেদ, কামরান আহমেদ প্রমুখ।
বক্তারা বলেন, 'বর্তমান প্রজন্মের তরুণদের মধ্যে আর্থিক স্বাক্ষরতা বাড়ানো এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কার্যক্রম সম্পর্কে সচেতনতা সৃষ্টি করাই এই আয়োজনের মূল লক্ষ্য। কারণ আগামী দিনের স্বনির্ভর বাংলাদেশ গড়ার নেতৃত্ব দেবে আজকের তরুণ সমাজ।'
উল্লেখ্য, 'গ্রাহক সেবাপক্ষ' কর্মসূচির আওতায় আয়োজিত এই উৎসব ১ থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন শ্রেণি-পেশার তরুণদের অংশগ্রহণে চলবে। অনুষ্ঠানে আর্থিক খাতের সেবাসমূহ (ব্যাংকিং প্রোডাক্ট), ডিজিটাল আর্থিক সেবা. ব্যক্তিগত অর্থ ব্যবস্থাপনা, সাইবার নিরাপত্তা ও জালনোট চেনা, ঋণ ও বিনিয়োগ, উদ্যোক্তা উন্নয়ন ও টেকসই উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়।
আয়োজকরা জানান, এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে, যেন দেশের প্রতিটি তরুণ আর্থিক ও ডিজিটাল জ্ঞান নিয়ে আত্মনির্ভরতার পথে এগিয়ে যেতে পারে।
Comments