'গোপালগঞ্জের সব লোক আওয়ামী লীগের তাই এদের চাকরী দেযা যাবে না'

বিএনপি'র সাবেক সভাপতি ও সাবেক সাংসদ সদস্য এম এইচ খান মঞ্জু বলেছেন, ১৫ বছর গোপালগঞ্জের মানুষ সরকার চালিয়েছে কিন্তু একটাও মিল কলকারখানা হয়নি। তিনি (শেখ হাসিনা) যদি চাইচেন তাহলে গোপালগঞ্জে এক হাজার কলকারখানা করতে পারতেন আর গোপালগঞ্জে লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হতো। আজকে গোপালগঞ্জের মানুষের কোন চারকী নেই। আর এই সরকার বলে গোপালগঞ্জের সব লোক আওয়ামী লীগের এদের চাকরী দেযা যাবে না। তাহলে আমরা কত বিপদে আছি।
সোমবার বিকালে (০১ সেপ্টেম্বর) গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর এম এইচ খান ডিগ্রী কলেজ মাঠে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আমরা যারা বিএনপি করি তারা আছি মহা বিপদে। এদের বাড়ী গোপালগঞ্জ, নৌকা ছাড়া ভোট দেয় না। কারো জন্য তদবিরে গেলে বলে গোপালগঞ্জের লোক কাজ করে লাভ নেই, ওরা নৌকার বাইরে যাবে না। দেখেন আমরা বিএনপি করেও মহা বিপদে আছি।
সাবেক সাংসদ সদস্য এম এইচ খান মঞ্জু আরো বলেন, যদি কোন মিথ্যা মামলায় মিথ্যা আসামী দিয়ে অন্যায় অত্যাচার করা হয় আমরা ঘরে বসে থাকবো না। আমরা প্রশাসনের কাছে অনুরোধ করবো আপনারা মেধা খাটিয়ে সত্য উদঘাটন করেন। কেউ যেন মামলা বাণিজ্য করতে না পারে। যারা মামলা বাণিজ্য করবে দরকার হলে তাদের বিরুদ্ধে আমরা রাজ পথে নামবো।
এর আগে গৌরব, ঐতিহ্য ও সংগ্রামের এই স্লোগানে গোপালগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গোপালগঞ্জ জেলা বিএনপির যুগ্ন আহবায়ক মেজর (অবঃ) অহিদুল হক মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক তৌহিদুর রহমান তাজ, জেলা বিএনপি'র সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ কামরুজ্জামান টুটুল, জেলা বিএনপি'র সাবেক যুগ্ম সম্পাদক এস এম সুমন, জেলা বিএনপি'র সাবেক দপ্তর সম্পাদক এস এম হুমায়ুন কবীর, টৃঙ্গিপাড়া উপজেলা বিএনপি'র সাবেক সভাপতি মেহেদি বিল্লাহ, পৌর বিএনপি'র সাবেক সভাপতি গিয়াস উদ্দিন ঝান্টু খান, জেলা বিএনপি'র সাবেক প্রচার সম্পাদক শেখ ইলিয়াস আহমেদ, জেলা বিএনপি'র সাবেক সদস্য শেখ ইয়াহিয়া সহ অসংখ্য নেতা কর্মীরা উপস্থিতি ছিলেন।
পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশিষ্ট কন্ঠ শিল্পী হারমোনিয়ামের জাদুকর নকুল কুমার বিশ্বাস সংগীত পরিবেশন করেন। উক্ত অনুষ্ঠানে প্রায় কয়েক হাজার মানুষের সমাগম ঘটে।
Comments