সুনামগঞ্জে বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি'র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সুনামগঞ্জে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) বেলা ১২ টায় জেলা বিএনপি'র আয়োজনে এই বর্ণাঢ্য র্যালি ও সমাবেশের অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জ পৌর শহরের পুরাতন বাস স্টেশন এলাকায় বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি বিশাল র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলফাত স্কয়ারে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে দলের নেতাকর্মীরা অংশ নেন।
সমাবেশে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নূরুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন, যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ, জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট আব্দুল হক, বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান মিজান, জেলা কৃষকদলের আহ্বায়ক আনিসুল হক প্রমূখ।
এসময় বক্তারা বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে গণতন্ত্রের মুক্তির জন্য আন্দোলন করে বিএনপি সফল হয়েছে। এখন অন্তর্বর্তী সরকারের অধীনে যে নির্বাচন হবে, তার মাধ্যমে দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে। বিএনপিকে দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল হিসেবে উল্লেখ করে বক্তারা বলেন, তারেক রহমানের নেতৃত্বে দলটি দেশের রাজনীতিতে আমূল পরিবর্তনের জন্য ৩১ দফা কর্মসূচি প্রণয়ন করেছে। তারা আশা প্রকাশ করেন, জনগণের সমর্থনে বিএনপি ক্ষমতায় এলে রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে বড় পরিবর্তন আসবে এবং দেশ আরও এগিয়ে যাবে।
বক্তারা আরও বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদী শাসন থেকে মুক্তি পেয়েছি। এখন আমাদের সামনে চ্যালেঞ্জ হলো আগামী ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের মন জয় করে বিএনপিকে বিজয়ী করা। বক্তারা আল্লাহ ছাড়া কোনো অপশক্তি আগামী ফেব্রুয়ারীর নির্বাচন আটকাতে পারবে না বলেও মন্তব্য করেন।
Comments