বাকৃবি’র শিক্ষার্থীদের উপর বহিরাগতদের হামলার প্রতিবাদে গোবিপ্রবি’র শিক্ষার্থীদের মানববন্ধন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ভেটেরিনারি ও এনিম্যাল হাজবেন্ড্রি কম্বাইন্ড ডিগ্রির দাবিতে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে বহিরাগতদের সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি)-এর এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেনারি মেডিসিন (এএসভিএম) বিভাগের সাধারণ শিক্ষার্থীরা।
আজ সোমবার (১ সেপ্টেম্বর) বেলা ১২ টায বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেনারি মেডিসিন বিভাগের সাধারণ শিক্ষার্থীরা হাতে হাত ধরে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করে। এসময় দোষীদের শাস্তির দাবীতে বিভিন্ন ধরনের শ্লোগান দেন তারা।
মানববন্ধন চলাকালে শিক্ষার্থীরা বলেন, শিক্ষার্থীদের যৌক্তিক ও ন্যায্য দাবিকে স্তব্ধ করার জন্য পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে। এ ঘটনায় তারা গভীর উদ্বেগ প্রকাশ করে দোষীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান। দেশের ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলার দায়িত্বে নিয়োজিত শিক্ষার্থীদের ওপর এ ধরনের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। শান্তিপূর্ণ আন্দোলনে হামলা চালিয়ে শিক্ষার্থীদের সাংবিধানিক অধিকার হরণ করা হয়েছে, যা গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী।
এএসভিএম শিক্ষার্থীরা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে আরো বলেন, দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার মূল হোতাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি তারা শিক্ষার্থীদের নিরাপত্তা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
Comments