মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

গোপালগঞ্জের মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির আয়োজনে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
আজ সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে ৪৮নং মহারাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ জেলা সমাজ সেবা অধিদপ্তরের পরিচালক মো. হারুন-অর-রশীদ। সভাপতিত্ব করেন মুকসুদপুর উপজেলা সমাজ সেবা অফিসার রাকিব হাসান শুভ।
এ সময় মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি তারিকুল ইসলামের সঞ্চলনায় মহারাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নূর ইসলাম মিয়া, মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক নাহিদ পারভেজ জনি, লিয়াকত হোসেন, মেহের মামুন, বাদশাহ মিয়া, নাজমুল হাসান রাজ, মামুন ইসলাম ডালিম, আরটি হাসান, মাহামুদুল হাসান, কুতুব উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে গোপালগঞ্জ জেলা সমাজ সেবা অধিদপ্তরের পরিচালক মো. হারুন-অর-রশীদ বলেন, একজন সেবক হিসেবে আপনাদের সেবায় নিয়োজিত রয়েছি। সকলের সহযোগীতায় এমন আয়োজন সকলকে অনুপ্রাণিত করবে বলেও জানান তিনি।
Comments