গোপালগঞ্জে নানা আয়োজনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

গোপালগঞ্জে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ, শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
আজ সোমবার (১ সেপ্টেম্বর) জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিবসের সূচনা করা হয়। পরে বেলা সাড়ে ১১টায় জেলা শহরের বড় বাজারের পৌর মার্কেটে জেলা বিএনপির কার্যালয়ে বিএনপি-র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও স্বাধীনতার ঘোষক প্রয়াত জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করে শ্রদ্ধা জানায় নেতাকর্মীরা। এরপর বেলা ১২টার দিকে জেলা বিএনপির উদ্যোগে জেলা শহরের একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কোর্ট চত্ত্বর এলাকায় গিয়ে শেষ হয়।
এর আগে জেলা শহরের বড় বাজারের পৌর মার্কেটে জেলা বিএনপির কার্যালয়ে জেলা বিএনপির আহবায়ক শরীফ রফিকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় ভারপ্রাপ্ত সদস্য সচিব অ্যাড. এম এ খায়ের, ডাঃ কে এম বাবর, অ্যাড. তৌফিকুল ইসলাম তৌফিক বক্তব্য রাখেন। এ কর্মসূচীতে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
Comments