পিসিসিপি’র রাঙামাটি জেলা কমিটি ঘোষণা

পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) রাঙামাটি জেলা শাখার আওতাধীন সকল ইউনিট কমিটি নিয়ে শনিবার সকাল ১১টায় রাঙামাটি প্রেস ক্লাবের হল রুমে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন পিসিসিপি রাঙামাটি পৌর শাখার সভাপতি পারভেজ মোশাররফ হোসেন এবং সঞ্চালনা করেন সম্মেলন বাস্তবায়ন কমিটির সদস্য মো. আরিয়ান রিয়াজ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিসিএনপি রাঙামাটি জেলা সভাপতি মোহাম্মদ সোলায়মান। প্রধান বক্তা ছিলেন পিসিসিপি কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহাদাৎ হোসেন কায়েশ। বিশেষ বক্তা ছিলেন পিসিসিপি কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. হাবীব আজম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিসিএনপি রাঙামাটি জেলা সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম, মহিলা পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোরশেদা আক্তার এবং পিসিএনপি রাঙামাটি জেলার সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির।
জরুরি সভায় কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দের যৌথ সিদ্ধান্তে পিসিসিপি রাঙামাটি জেলা শাখার আংশিক কমিটি আগামী এক বছরের জন্য ঘোষণা করা হয়। ঘোষিত ১৭ সদস্য বিশিষ্ট এ কমিটিতে সভাপতি হয়েছেন মো. তাজুল ইসলাম তাজ, সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন এবং সাংগঠনিক সম্পাদক পারভেজ মোশাররফ হোসেন।
সভায় পিসিসিপি কেন্দ্রীয় সভাপতি শাহাদাৎ হোসেন কায়েশ বলেন, আগামী ১৫ কার্যদিবসের মধ্যে উপজেলা ও পৌর শাখার কমিটির তালিকা জমা দিতে হবে। যাচাই-বাছাই শেষে পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করে আগামী এক মাসের মধ্যে অভিষেক অনুষ্ঠানের মাধ্যমে তা ঘোষণা করা হবে।
আলোচনায় নেতৃবৃন্দ বলেন, পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে প্রধান অন্তরায় হলো সশস্ত্র সন্ত্রাস। দেশি-বিদেশি চক্রের প্রশ্রয় ও সহযোগিতা পাহাড়ে শান্তি প্রতিষ্ঠার পথে বড় বাধা। তাই শান্তি ফিরিয়ে আনতে অবৈধ অস্ত্র উদ্ধার, ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং জনগোষ্ঠীর মধ্যে আস্থা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
নেতৃবৃন্দ আরও বলেন, বাঙালি-অবাঙালি বৈষম্য দূর করে সকলকে সমান মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা গেলে পাহাড়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব হবে।
Comments